৬ সেপ্টেম্বর পেইচিংয়ে প্যারালিম্পিক গেমসের দ্বিতীয় দিনের মশাল হস্তান্তর শেষ হয়েছে । সন্ধ্যায় গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মশাল প্রজ্জলন করা হবে ।
এ দিন সকাল দশটা ৩৭ মিনিটে শেষ মশালবাহক , চীনের প্যারালিম্পিক সমিতির প্রচার ও সংস্কৃতি বিভাগের সাবেক প্রধান চাও চি হুয়া নিজ হাতের মশাল দিয়ে অগ্নাধারে প্রজ্জলন করে প্যারালিম্পিক গেমসের মশাল হস্তান্তর পর্ব শেষ করেন । মশাল হস্তান্তরের পর আধারের আগুন জাতীয় স্টেডিয়াম বার্ড নেস্টে নেয়া হয়েছে ।
পেইচিংয়ে এ মশাল যাত্রার দৈর্ঘ্য ছিল ৫.৫ কিলোমিটার । ৪০জন প্রতিবন্ধীসহ মোট ১২০জন মশালবাহক এতে অংশ নিয়েছেন । |