v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
অলিম্পিক গেমসের চিকিত্সা সেবা সুনিশ্চিত উচ্চ গুণগত মান সম্পন্ন হয়েছেঃ পেইচিং একইভাবে প্রতিবন্ধী অলিম্পিক গেমসের তা কার্যকর করা হবে
2008-09-05 21:07:52

পেইচিং অলিম্পিক গেমস সুষ্ঠুভাবে শেষ হয়ে গেছে। এতে ১০ হাজারেরও বেশি খেলোয়াড়, ৩০ হাজারেরও বেশি সংবাদদাতা, কয়েক লাখ দর্শক এবং পর্যটক পেইচিংয়ে এবারের অলিম্পকি গেমসের আনন্দ, গৌরব এবং স্বপ্নকে উপভোগ করেছেন। অলিম্পিক গেমসে বিভিন্ন প্রতিযোগিতা

সুষ্ঠুভাবে আয়োজনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পেইচিং-এর চিকিত্সা কর্মীরা এ ক্ষেত্রে সবচে' বেশি অবদান রেখেছেন। অলিম্পিক গেমসের চিকিত্সা সেবা সুনিশ্চিত করার কাজ উচ্চ গুণগত মান সম্পন্ন করার পর তারা অব্যাহতভাবে প্রতিবন্ধী অলিম্পিক গেমসে চিকিত্সা সহায়তা প্রদান একইভাবে করবেন। বন্ধুরা, "আজকের পেইচিং"অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।

গত ১৯ আগস্ট পেইচিং অলিম্পিক গেমসের বিভিন্ন প্রতিযোগিতা তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছিল। তবে দক্ষিণ আফ্রিকার সাইক্লিং দলের পোষাক পরিবর্তন ঘরে ৫০ বছর বয়স্ক লিওন শেফার্স হঠাত্ হৃদরোগে আক্রান্ত হন। ২ মিনিটের মধ্যে স্টেডিয়ামের চিকিত্সা বিভাগের কর্মীরা এ পোষাক পরিবর্তন ঘরে চলে আসেন এবং জরুরি ভিত্তিতে তার চিকিত্সা করেন।

এ অবস্থার প্রেক্ষাপটে চিকিত্সক কর্মীরা তার হার্টের অপরেশন করেন। ডাক্তার ছেন সিও হুং বলেন: " অপরেশন শেষে ১২ মিনিট পর , এ প্রশিক্ষকের অবস্থা পুনরায় স্বাভাবিক হয়ে উঠে ।"

একই সঙ্গে চিকিত্সক কর্মীরা যথাযথভাবে তাকে অলিম্পিক গেমসের নির্দিষ্ট হাসপাতালে স্থানান্তর করেন। এ প্রক্রিয়া শেষ করতে শুধু মাত্র ৯ মিনিট লেগেছে। এ ছাড়া, সেই নির্দিষ্ট হাসপাতালও সম্পূর্ণভাবে প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছে।

বহু বিভাগের বিশেষজ্ঞদের জরুরি পরীক্ষা নেয়া এবং সংশ্লিষ্ট জরুরি পরীক্ষা-নিরীক্ষা করার পর, লিওন পুনরায় আই সি সি ইউতে অব্যাহতভাবে চিকিত্সা গ্রহণ করেছেন। দু'দিন চিকিত্সা গ্রহণের পর ২১ আগস্ট বিকালে তিনি মোটামটি আরোগ্যলাভ করেন। তিনি আমাদের সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন: " এখানকার চিকিত্সক কর্মীরা আমাকে অনেক যত্ন করেছেন। এতে আমি অনেক মুগ্ধ লাগে।"

1 2 3
  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China