২০০৮ পেইচিং অলিম্পিক গেমসের প্রেস ফটো সংক্রান্ত একটি বড় আকারের প্রদর্শনী ৫ সেপ্টেম্বর পেইচিংয়ে চীনের চিত্রকলা গ্যালারীতে শুরু হয়েছে।
চীনের জাতীয় বার্তা সংস্থা সিনহুয়া বার্তা সংস্থার উদ্যোগে এ প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীতে স্থান পাওয়া ৩০০টিরও বেশি ছবিতে মশাল প্রজ্বলন, চমত্কার প্রতিযোগিতার দৃশ্য, অলিম্পিক গল্প ও পেইচিংয়ে স্বপ্ন বাস্তবায়ন করাসহ চারটি ভাগে প্রদর্শিত হচ্ছে। এছাড়াও প্রদর্শনীতে পেইচিং অলিম্পিক গেমসের মশাল প্রজ্বলন, উদ্বোধনী ও সমাপনি অনুষ্ঠান এবং বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতার দূর্লভ দৃশ্যসহ বিভিন্ন ছবিও স্থান পেয়েছে।
জানা গেছে, এ প্রদর্শনী চীনের চিত্রকলা গ্যালারীতে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। পরে চীনের বিভিন্ন প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল ও কেন্দ্রশাসিত মহানগর এবং বিদেশের ১০০টিরও বেশি দেশ ও অঞ্চলে প্রদর্শিত হবে।(লিলু) |