v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
আমরা অভিজ্ঞতা নিতে পেইচিং এসেছিঃ সাইমন ক্লেগ
2008-09-03 20:14:25
    চীনে আসা বিদেশী প্রতিনিধি দলগুলোর মধ্যে বৃটেনের প্রতিনিধি দল অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে । কারণ পেইচিং অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানে তারা লন্ডন অলিম্পিক গেমসের পতাকা গ্রহণ করবে । ২০১২ সালে ৩০তম গ্রীষ্মকালীনঅলিম্পিক গেমস লন্ডনে অনুষ্ঠিত হবে । আমাদের সংবাদদাতা পেইচিং অলিম্পিক গ্রামে বৃটেনের অলিম্পিক কমিটির চেয়ারম্যান ও বৃটিশ প্রতিনিধি দলের নেতা সাইমন ক্লেগের একটি সাক্ষাত্কার নিয়েছেন ।

    ব্রিটেন এবার তিন শ' খেলোয়াড় ও দু শ' কমর্কর্তার একটি বড় প্রতিনিধি দল চীনে পাঠিয়েছে । সাক্ষাত্কারে আমাদের সংবাদদাতা সাইমন ক্লেগকে ব্রিটেনের স্বর্ণ পদক জয়ের লক্ষ্য সম্পর্কে জিজ্ঞেস করেন। চেয়ারম্যান ক্লেগ বলেছেন , এবার পেইচিং অলিম্পিক গেমসে প্রতিযোগিতায় অংশ নেয়া ছাড়াও তাদের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো ২০১২ সালের লন্ডন অলিম্পিক গেমসের জন্য পেইচিংয়ের প্রস্তুতি ও ব্যবস্থাপনা দেখা । তিনি বলেন , পেইচিং অলিম্পিক গেমসে বৃটেনের স্বর্ণ জয়ের লক্ষ্য সম্পর্কে আমি বলতে পারবো না। তবে আমাদের প্রধান উদ্দেশ্য হলো লন্ডনে সাফল্যের সঙ্গে একটি অলিম্পিক গেমস আয়োজন করা ।

    সাইমন ক্লেগ এবারসহ মোট এগার বার ব্রিটেনের প্রতিনিধি দল নিয়ে গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক গেমসে অংশ নিচ্ছেন । তিনি বিভিন্ন দেশের অলিম্পিক গ্রাম দেখেছেন । তবে পেইচিংয়ের অলিম্পিক গ্রাম তার বেশি পছন্দ হয়েছে। তিনি পেইচিং অলিম্পিক গ্রামের উন্নত সাজ-সরঞ্জাম , সন্তোজনক সেবা ব্যবস্থা ও সুস্পষ্ট চীনা বৈশিষ্ট্যের প্রশংসা করেছেন । তিনি গ্রামের উঠোনের পেগোডা , কাঠের দরজা ও পুকুর দেখিয়ে বলেন , এ সব ডিজাইনে পেইচিং অলিম্পিক কমিটির অলিম্পিক গ্রামে চীনের বৈশিষ্ট্য প্রদর্শনের চেষ্টা প্রতিফলিত হয়েছে । এ ক্ষেত্রে লন্ডন অলিম্পিক কমিটি শিখতে পারে ।

    আসলে লন্ডন অলিম্পিক গেমসের প্রস্তুতির কাজ অনেক আগে থেকেই শুরু হয়েছে । লন্ডনে অলিম্পিক গেমস আয়োজনের আবেদন করা ও প্রস্তুতির কাজে সাইমন ক্লেগ গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন । এবার বৃটিশ প্রতিনিধি দলের খেলোয়াড়দের দেখাশোনা ছাড়া তার প্রধান কাজ হলো চীনের অভিজ্ঞতা গ্রহণ করা । তিনি বলেন , পেইচিং অলিম্পিক গেমসে আমাদের একটি বড় কাজ হলো চীনা সহকর্মীদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা নেয়া । কারণ ২০১২ সালে লন্ডনে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে । তাই আমরা পেইচিং অলিম্পিক কমিটির সঙ্গে মত বিনিময় করবো এবং তাদের কাছ থেকে সব অভিজ্ঞতা গ্রহণ করবো।

    সাইমন ক্লেগের চোখে লন্ডন ও পেইচিংয়ের মধ্যে অনেক মিল আছে । পেইচিং ও লন্ডন দুটিই বড় আন্তর্জাতিকশহর এবং দেশের রাজধানী শহর । তাই পেইচিংয়ের অনেক ব্যবস্থালন্ডন নিতে পারবে । তিনি বলেন , পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির অভিজ্ঞতা গ্রহণেরজন্য আমরা এবার প্রায় এক শ'জন কর্মী পেইচিংয়ে পাঠিয়েছি । তারা পেইচিং অলিম্পিক কমিটির বিভিন্ন বিভাগে চীনা কর্মীদের সঙ্গে হাতে কলমে কাজ করছেন । তিনি আরো বলেন , আপনারা জানেন , অলিম্পিক সাংগঠনিক কমিটির অধীনে দু থেকে আড়াই হাজার কর্মী থাকতে হবে । লন্ডনের এ সব কর্মীর মধ্যে বেশির ভাগেরই অলিম্পিক গেমসে কাজ করার অভিজ্ঞতা নেই । তাই আমরা পেইচিং অলিম্পিক গেমসের সুযোগে তাদেরকে পেইচিংয়ে পাঠিয়েছি । পেইচিংয়ে তারা চীনা কর্মীদের সঙ্গে কাজ করে অনেক অভিজ্ঞতা নিতে পারবেন । এতে লন্ডন ও পেইচিংয়ের দুটি অলিম্পিক সাংগঠনিক কমিটির মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতাও প্রতিফলিত হয়েছে ।

    ১৯৪৮ সালে লন্ডনে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল । দীর্ঘ ৬৪ বছর পর লন্ডন আবার অলিম্পিক গেমস আয়োজনের সুযোগ পেলো । সাইমন ক্লেগ বলেন , বিশ্ব অলিম্পিক আন্দোলনের বিকাশের সঙ্গে সঙ্গে প্রতিটি অলিম্পিক গেমসে পরিবর্তন আসছে । কাজেই সাংগঠনিক কমিটির কর্মীকে অনেক কিছু জানতে ও শিখতে হয়। ক্লেগ বলেন , গত পাঁচ বছর ধরে তিনি প্রতি সপ্তাহে চীনের অলিম্পিক কমিটির সঙ্গে টেলিফোনে মতবিনিময় করে আসছেন । লন্ডন ও পেইচিং যেন দুই ভাই , আমরা ঘনিষ্ঠ ভাবে যোগাযোগ করি এবং অলিম্পিক গেমস প্রস্তুতির বিষয় নিয়ে আলোচনা করি । তিনি বলেন , গত পাঁচ বছরে আমি পেইচিং অলিম্পিক কমিটির সঙ্গে অনেক বার যোগাযোগ করেছি । আনন্দের ব্যাপার হলো আমাদের দুটি দেশের সম্পর্কও অত্যন্ত ঘনিষ্ঠ । এতে অনেক সমস্যার সমাধান সহজ হয়েছে ।

    ক্লেগ পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতি সম্পর্কে অনেক বেশি জানেন । তিনি বলেন , নিখুঁত প্রস্তুতির কারণে আমি বিশ্বাস করি পেইচিং অলিম্পিক গেমস সফল হবে । তিনি বলেন , আমি সফল পেইচিং অলিম্পিক গেমস অনুষ্ঠানের ব্যাপারে আশাবাদী। আমি মনে করি , পেইচিং অলিম্পিক গেমস সাফল্যের সঙ্গে শেষ হওয়ার পর সবাই চীনের অলিম্পিক কমিটির সাত বছরের চেষ্টার জন্য গর্ব করবেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করবেন ।(ফোং সিউ ছিয়েন )

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China