প্রিয় শ্রোতা বন্ধুরা, অলিম্পিক গেমসের তুমুল প্রতিদ্বন্দ্বিতায় “ কল্পনা করা যায় না” এ বাক্য মাঝে মাঝে শোনা যায়। পেইচিং অলিম্পিক গেমসের প্রথম দিনে ২২ বছর বয়সী পং ওয়ে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্টল ইভেন্টের সোনা জিতেছেন। অলিম্পিক গেমসে তার প্রথম বারের অংশ গ্রহণ সত্ত্বেও তিনি স্বর্ণপদক পান। অনেকের ধারণায় এটাও “ কল্পনা করা যায় না”। আরও আশ্চর্যের ব্যাপার হল, তার কোর্চ ওয়াং ই ফু ৪ বছর আগের আ্যথেন্স অলিম্পিক গেমসে একই ইভেন্টে স্বর্ণপদক পান। এখন শুনুন চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতার লেখা একটি রেকডিংভিত্তিক রিপোর্ট।
পং ওয়ে সোনা পাওয়ার পর ওয়াং ই ফু আনন্দের সঙ্গে সকলকে এই আনন্দ এক সঙ্গে উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন।
পং ওয়ে সোনা পেতে পারেন বলে আমরা সবাই আনন্দিত। তথ্য মাধ্যম হিসেবে আপনারাও নিশ্চয়ই আনন্দিত।
দু’বার অলিম্পিক গেমসের সোনা বিজয়ী ওয়াং ই ফু অবসর নেওয়ার পর ২০০৫ সাল থেকে চীনের জাতীয় শ্যুটিং দলের প্রধান কোর্চ নিযুক্ত হন। প্রথমে তিনি কোর্চের কাজে অব্যস্ত হয়নি। তিনি বলেন,
যখন আমি নিজেই প্রতিযোগিতায় অংশ নিই তখন আমি কেবল প্রতিযোগিতার প্রক্রিয়া সম্পন্ন করি । কিন্তু একজন কোর্চ হিসেবে আমাকে খেলোয়াড়দের জন্য প্রশিক্ষণ সহ নানা ধরনের কাজের বন্দোবস্ত করতে হবে । কোনো কোনো সময় খেলোয়াড়দের জন্য আমি কিছু করতে পারি না। কারণ প্রতিয়োগিতা চলাকালে কোর্চ কেবল দর্শকদের সঙ্গে বসতে পারি। ফাইনাল প্রতিযোগিতায় সব কিছু কৌশন আগে থেকে নিদির্ষ্ট হয়েছে।
তবে এই সোনা বিজয়ী খেলোয়াড় শীগগিরই তার কাজে অব্যস্থ হয়েছেন। এখন তিনি একজন “ স্বর্ণ পদকের ” কোর্চে পরিণত হয়েছে। কোর্চ হওয়ার এক বছরে হুওয়া ই ফু পং ওয়েনকে বাছাই ও প্রশিক্ষণ দিয়েছেন। ২০০৬ সালে বিশ্ব চ্যাম্পীয়নশীপে পুরুষদের ১০ মিটার এয়াস পিস্তল ইভেন্টে ২০ বছর বয়স্ক পং ওয়েন স্বর্ণ পদক পান। দু’বছর পর তিনি পেইচিং অলিম্পিক গেমসের সোনা জিতেছেন। তিনি আরের বার তার “ স্বর্ণ পদকের কোর্চর” মুখ উজ্জ্বল করেছেন।
এই ইভেন্টে এত কম বয়সী চ্যাম্পীয়ণ খুব কম দেখা যায়। প্রতিযোগিতায় পং ওয়ের মাথা খুব ঠান্ডা। ফাইনাল প্রতিযোগিতায় তিনি দু‘বার কেবল ৯.৩ পেয়েন্ট স্কো অর্জন করেন। কিন্তু তার মাথা অত্যন্ত ঠান্ডা।
হয়তো আমি নিজের মনোভাব ভালভাবে নিয়ন্ত্রণ করতে পারিনি। তবে সব শেষের প্রতিযোগিতা যাতে আমি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি সে জন্য আমি নিজেকে ভূল করতে অনুমোদন দিয়েছি।
পং ওয়ে প্রথম বারের মতো নিজের দেশে অলিম্পিক গেমসে অংশ নেন। তবে তিনি খুব একটা অস্বস্তি বোধ করেন না।
এবারের অলিম্পিক গেমসের জন্য আমরা ৪ বছরের প্রস্তুতি নিয়েছি। এখন আমরা অলিম্পিক গেমসে অংশ নিছি।ভয় করার কিছু নেই। প্রতিযোগিতা ক্রীড়াবিদদের উত্সব। তাহলে দর্শকদের জন্য আমরা নিজেদের সবচেয়ে ভাল নৈপণ্য দেখাবো। |
|
|
|
|
অন-লাইন জরীপ |
|
|
|