v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিক পরিবহন সেবা প্রশংসা পেয়েছে
2008-08-27 22:57:51
    পেইচিং অলিম্পিক গেমস চলাকালে অলিম্পিক পরিবারের সদস্য, খেলোয়াড়, কর্মকর্তা, প্রযুক্তিবিদ কমকর্তা এবং সংবাদদাতাসহ প্রায় ৫০ হাজার লোক স্টেডিয়াম, অলিম্পিক গ্রাম, প্রধান তথ্য কেন্দ্র ও হোটেলসহ বিভিন্ন জায়গায় চলাফেরা করেন। দর্শকদের কথা বললে এ সংখ্যার হিসাব নেই। তাদের চলাফেরা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ বলে পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটি মনে করে। সম্প্রতি অলিম্পিক গেমস সাফল্যের সঙ্গে শেষ হয়েছে। এতে প্রমাণিত হয়েছে পেইচিংয়ে পরিবহন সেবাও এক সন্তোষজনক উত্তর দিয়েছে, যা অলিম্পিক গেমস আয়োজনের অনুমোদন পাওয়ার সময়ে প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে।

    ২০ জুলাই পেইচিং-এর পরিবহন সেবা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রধান তথ্য কেন্দ্র, যে কোনো পার্কিং স্থান ও স্টেডিয়াম পর্যন্ত পরিবহণের অবস্থান সুষ্ঠুভাবে চলে। বেশ কয়েক বাব আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কুয়াং মিং ডেইলি পত্রিকার সংবাদদাতা ওয়াং ইয়ু সির' মনে এটা গভীর ছাপ ফেলেছে। তিনি বলেন, পেইচিংয়ে পরিবহণ সেবা খুব অবাক করার মতো। আমি যেখানে যেতে চাই, সেখানে যেতে একটুও দেরি হয় নি।

    ইন্দোনেশিয়ার জাতীয় টেলিভিশনের সংবাদদাতা পিপিয়েট ইরিয়ান্টো বলেন, পেইচিংয়ে পরিবহণের অবস্থা জার্কাতার চেয়ে অনেক ভালো। অলিম্পিক গেমসের সময় তিনি বহু পরিবহণের অনেক কর্তাদের সাক্ষাত্কার নিয়েছেন। তিনি বলেন, পেইচিংয়ে পরিবহণ কাজ খুব ভালো হয়েছে, বিশেষ করে টেক্সি। অলিম্পিক গেমসের সময়ে "বিশেষ সংবাদ বাস" না পেলে তারা সাধারণত টেক্সিতে চলাফেরা করেন। শপিং মলে যাওয়ার জন্য টেক্সি অনেক আছে। সেজন্য অপেক্ষা করতে বেশি সময় লাগে না। গণ পরিবহণও অনেক সুবিধাজনক। সংবাদ মাধ্যমের কার্ড থাকার কারণে তারা বিনা পয়সায় গণ পরিবহণগুলোতে যাতায়ত করতে পেরেছে। পরিবহণ সেবাও অনেক ভালো। চলাফেরার ক্ষেত্রে তাদের কোনো সমস্যা ছিলো না।

    দক্ষিণ পূর্ব এশিয়ার টিভি-ওয়ান এর ইয়োহানেস ইনদ্রা নামে একজন সংবাদদাতা মনে করেন, পেইচিংয়ের সাবওয়েতে যাতায়াত সুবিধাজনক। ভাড়াও বেশি নয়। তিনি বলেন, পেইচিংয়ে বহু ধরণের পরিবহণ রয়েছে। পয়সা থাকলে আপনি টেক্সি নিতে পারেন, না হলে গণ পরিবহণ ও সাবওয়েতে যেতে পারেন। তার তাদের জন্য সাবওয়ে খুব সস্তা। পেইচিং একটি বড় শহর। এর পরিবহণ ব্যবস্থায় সাবওয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    ২০১৬ সালে টোকিওতে অলিম্পিক গেমসের জন্য আবেদনকারী চেয়ারম্যান কোনো ইছি রো এ বারের বিশেষ অভিজ্ঞতা শেখার জন্য পেইচিংয়ে এসেছেন। তিনি মনে করেন, পেইচিং অলিম্পিক গেমসে পরিবহণ সেবা খুব ভালো হয়েছে। এ গেমসে পর্যটন বাসের পরিবর্তে গণ পরিবহণ ব্যবহৃত হয়েছে বলে তিনি খুব প্রশংসা করেন। তিনি বলেন, শহরের সম্পদ খুব কম। অলিম্পিক গেমসে গণ পরিবহণ বেশি ব্যবহৃত হলে ড্রাইভারদের প্রশিক্ষণ দেয়ার বিষয়ক ব্যয় সাশ্রয় করা যায়। অলিম্পিক গেমসের পর এ নতুন গণ পরিবহণগুলো অব্যাহতভাবে ব্যবহৃত হতে পারে।

    শহরে দ্রুত পরিবহণ সেবা ছাড়াও যারা প্রথমবারের মতো চীনে এসেন, পেইচিং আন্তর্জাতিক বিমান বন্দর তাদের মনে গভীর ছাপ ফেলেছে। বিমান বন্দরে চীনা কর্মীদের আন্তরিক সেবা দূর থেকে আসা অতিথিরা আন্তরিকতার সঙ্গে অনুভব করেছেন। তাছাড়া দ্রুত ও সঠিক ফ্লাইটের তথ্য তাদের চলাফেরার জন্য সুবিধা যুগিয়েছে। ক্যাথি স্মিথ অলিম্পিক গেমসে মার্কিন প্রতিনিধি দলের একজন কর্মী। বিমান বন্দরে ফু ওয়া রোবটের ব্যাপারে তাঁর ব্যাপক আগ্রহ। তিনি বলেন, পেইচিং আন্তর্জাতিক বিমান বন্দর সত্যিই করার মতো। এতো চমত্কার স্থাপত্য তিনি কখনও দেখেন নি। সেখানে অনেক রোবট এবং অনেক বিদেশী ভাষা আয়ত্তকারী স্বেচ্ছাসেবক সেবা করে যাচ্ছে।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China