সম্প্রতি আন্তর্জাতিক ক্ষেত্রের কয়েকজন বিখ্যাত ব্যক্তি এবং বিদেশী নেতৃবৃন্দ বিভিন্নভাবে পেইচিং অলিম্পিক গেমস সুষ্ঠুভাবে আয়োজিত হওয়ার অভিনন্দন জানিয়েছেন। তারা চীন সরকার ও চীনা জনগণের অবদানেরও প্রশংসা করেন।
২৫ আগস্ট জাতিসংঘের মহাসচিব বান কি মুন এক বিবৃতিতে জানিয়েছেন যে, পেইচিং অলিম্পিক গেমস সুষ্ঠুভাবে আয়োজনেরলক্ষ্যে চীন সরকার ও চীনা জনগণ অবিরাম চেষ্টা চালিয়েছে। একই সঙ্গে তাদের অদ্বিতীয় সাফল্যও অর্জিত হয়েছে। তিনি আরো বলেন, এবারের অলিম্পিক গেমস আন্তর্জাতিক সম্প্রদায়ের সংলাপ জোরদার এবং পারস্পরিক সমঝোতাও গভীরতর করেছে। ফলে বিশ্বের শান্তি ও সাম্যকে এগিয়ে নেয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আজীবন সম্মানসূচক চেয়ারম্যান জুয়ান অ্যনটোনিও সামারাঞ্চ পেইচিং অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানের আগে মেক্সিকোর সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, পেইচিং অলিম্পিক গেমস হচ্ছে অনুষ্ঠিত সকল অলিম্পিক গেমসের মধ্যে সবচে' শ্রেষ্ঠটি। যা একটি অনবদ্য অলিম্পিক গেমস।--ওয়াং হাইমান |