পেইচিং অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানের পর, ২৪ ও ২৫ আগস্ট বৈদেশিক সংবাদমাধ্যম পৃথক পৃথকভাবে এর ব্যাপক প্রচার করেছে। পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কাজ খুবই চমত্কার বলে তারা উল্লেখ করেছে। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের দৃষ্টিনন্দন পরিবেশনা এবং ক্রীড়া প্রতিযোগিতার ভাল নৈপুন্য সব কিছুই চীনের কর্ম শক্তির বহিপ্রকাশ ঘটিয়েছে। এ কারণে পেইচিং অলিম্পিক গেমস একটি মাইলফলক এবং এর যথেষ্ট তাত্পর্য রয়েছে। ২৫ আগস্ট ব্রিটেনের " ইন্ডিপেভেন্ট পত্রিকা" সূত্রে জানা গেছে, " পেইচিং অলিম্পিক গেমস হচ্ছে এ পর্যন্ত আয়োজিত গেমসের মধ্যে সবচে' মহা অলিম্পিক গেমস।"
এদিন ফ্রান্সের সংবাদমাধ্যম বলেছে, এবারের অলিম্পিক গেমসে চীন নিজের চমত্কার সাংগঠনিক শক্তি প্রদর্শন করেছে। দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম বলেছে, পেইচিং অলিম্পিক গেমসের আকর্ষণীয় শক্তি যেন অপরিহার্য।
এদিন ইরানের ইরনা বার্তা সংস্থার এক রিপোর্টে বলা হয়, পেইচিং অলিম্পিক গেমস গত ৩০ বছরে চীনের অর্জিত অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রের সাফল্যকে প্রদর্শন করেছে। এতে চীনের বর্তমান অবস্থান নিখুঁতভাবে প্রতিফলিত হয়।
এদিন অস্ট্রেলিয়ান পত্রিকা সূত্রে জানা গেছে, রাজনৈতিক , অর্থনৈতিক ও সাংস্কৃতিকসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের শক্তিকে অস্বীকার করা আর সম্ভব হবে না। ২৪ আগস্ট মার্কিন লস এ্যাঞ্জেলস্ পত্রিকা সূত্রে জানা গেছে, এবারের পেইচিং অলিম্পিক গেমসের সাংঠনিক কাজ অদ্বিতীয়। যা কিনা চীনা জনগণের নিজের সামর্থ্য ও আস্থা বিশ্বে প্রতিফলনের একটি লক্ষ্যনীয় ব্যাপার।
নিউজিল্যান্ড, মালটা, রুমানিয়া, চেক প্রজাতন্ত্র, মেক্সিকো, বাংলাদেশ, হন্ডুরাস, সিঙ্গাপুর, কম্পুচিয়া, আলজেরিয়া এবং কেনিয়াসহ নানা দেশের প্রধান প্রধান সংবাদমাধ্যম পৃথক পৃথকভাবে পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কাজের গভীর প্রশংসা করেছে।--ওয়াং হাইমান
|