আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ২৫ আগষ্ট পেইচিং হোটেলে একটি ধন্যবাদ জানানো প্রাতরাশে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে অলিম্পিক পদক প্রদান করেছে। এর মধ্যে চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পল্টি ব্যুরোর সদস্য, পেইচিং শহরের পার্টি কমিটির সম্পাদক, পেইচিং অলিম্পিক সাংগঠিক কমিটির চেয়ারম্যান লিউ ছি অলিম্পিক স্বর্ণ পদক পেয়েছেন এবং গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস-চেয়ারম্যান এবং পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির কার্য-নির্বাহী চেয়ারম্যান তেং বু ফাংসহ ১৪ জন রৌপ্য পদক পেয়েছেন।
পদক প্রদান অনুষ্ঠানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জ্যাক রগে তাঁর ভাষণে বলেন, এবারের অলিম্পিক গেমস সত্যি একটি শ্রেষ্ঠ অলিম্পিক গেমস। অলিম্পিক গেমসের প্রস্তুতি নেয়ার প্রক্রিয়ায় চীনা জনগণ এবং পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটি উত্সাহ ও প্রতিভার প্রকাশ ঘটেছে। তারা অলিম্পিকের জন্য অনেক অবদান রেখেছেন। তিনি চীনা জনগণ ও পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
ভাষণে লিউ ছি বলেন, অলিম্পিক পদক মাত্র পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির গৌরব নয়, তা এবারের অলিম্পিক গেমসে চীনা জনগণের সাফল্যের ইতিবাচক স্বীকৃতি ও প্রশংসা। এবারের অলিম্পিক গেমসের সাফল্য চীন এবং বিশ্ব ক্রীড়ার উন্নয়নের ক্ষেত্রে নতুন চালিকাশক্তি যুগিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের জনগণের সঙ্গে চীনের জনগণের মৈত্রী বাড়ানোর জন্য নতুন সেতু গড়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চীনের বিনিময় ও সহযোগিতা বাড়ানোর জন্য আরো ব্যাপক ভবিষ্যত গড়ে তুলেছে। (লিলি) |