২৪ আগস্ট সন্ধ্যায় ২৯তম অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠান চীনের জাতীয় ক্রীড়া স্টেডিয়ামে শেষ হয়েছে। বিভিন্ন দেশ ও অঞ্চলের খেলোয়াড়, কোচ ও অতিথিবৃন্দ সংহতি আর সম্প্রীতিময় পরিবেশের মধ্য দিয়ে পেইচিং অলিম্পিক গেমসের সাফল্যকে উদযাপন করেছেন।
চীনের প্রেসিডেন্ট হু চিন থাও, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি'র চেয়ারম্যান জ্যাক রগে, আজীবন সম্মানিত চেয়ারম্যান জুয়ান অ্যান্টোনিও সামারাঞ্চ এবং বিশ্বের বিভিন্ন এলাকার র্শীষ নেতা ও বিশিষ্ট অতিথিরা সমাপনী অনুষ্ঠানে অংশ নেন।
পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান লিউ ছি তার ভাষণে বলেন, অলিম্পিকের পবিত্র অগ্নিশিখা নিভিয়ে দেয়া হলেও চীনা জনগণের উত্সাহব্যঞ্জক আগুন চিরকাল জ্বলতে থাকবে। আমরা আন্তরিকভাবে অলিম্পিকের অব্যাহত উন্নয়ন কামনা করি।
আইওসি'র চেয়ারম্যান রগে বলেন, এটা সত্যিকার অর্থেই অদ্বিতীয় অলিম্পিক। ১৬টি গৌরবোজ্জ্বল দিন চিরকাল আমাদের হৃদয়ে জ্বল জ্বল করবে। তিনি আইওসি'র পক্ষ থেকে চীনা জনগণ, সকল স্বেচ্ছাসেবক ও পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটিকে ধন্যবাদ জানান।
পেইচিং অলিম্পিক গেমস হচ্ছে অলিম্পিক ইতিহাসের সমুজ্জল এক মহান ক্রীড়া সম্মিলন। ২০৪টি দেশ ও অঞ্চলের ১০ হাজারেরও বেশী খেলোয়াড় গত ১৬ দিন ৩৮টি বিশ্ব রেকর্ড ও ৮৫টি অলিম্পিক রেকর্ড সৃষ্টি করেছেন। অনেক দেশ ও অঞ্চল অলিম্পিক পদক পেয়েছেন। স্বাগতিক হিসেবে চীনের ক্রীড়া প্রতিনিধিদল ৫১টি স্বর্ণ পদক এবং মোট ১শ'টি পদক পেয়ে প্রথম বারের মতো অলিম্পিক স্বর্ণপদক তালিকায় চীনের প্রথম স্থানকে নিশ্চিত করেছে। চীনের ক্রীড়া প্রতিনিধিদলের অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে উল্লেখযোগ্য কলাকল অর্জন করেছে।
খোং চিয়া চিয়া |