পেইচিং অলিম্পিক গেমসের সফল সমাপ্তিকে প্রাণঢালা অভিনন্দিত করে ২৫ আগস্ট চীনের পিপলস ডেইলি একটি সম্পাদকীয় প্রকাশ করেছে ।
সম্পাদকীয়তে বলা হয়েছে , এ অলিম্পিক গেমসে ২০৪টি দেশ ও অঞ্চলের ১০ হাজারেরও বেশি খেলোয়াড় অংশ নিয়েছেন । বিশ্বের সাড়ে ৪ বিলিয়ন টেলিভিশন দর্শক এ গেমসের প্রতিযোগিতা দেখেছেন । এটা অলিম্পিকের ইতিহাসে অভূতপূর্ব ।
সম্পাদকীয়তে বলা হয়েছে , ১৩০ কোটি চীনা জনগণ ব্যাপক উদ্দীপনার সঙ্গে মানব জাতির জন্য একটি আনন্দপূর্ণ সেতু গড়ে তুলেছে । এটা চীনের জন্য বহিঃর্বিশ্বক জানাবার একটি দরজাও খুলে দিয়েছে । পেইচিং অলিম্পিক গেমস অবশ্যই চীনের আধুনিকায়নের ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব সৃষ্টি করবে । (থান ইয়াও খাং) |