v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ওয়েন চিয়া পাওয়ের সঙ্গে মঙ্গোলিয়াসহ কয়েকটি দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাত
2008-08-24 19:23:56
২৪ আগস্ট সকালে পেইচিংয়ে চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও এবং পেইচিং অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত মঙ্গোলিয়া , নেপাল ও ডোমিনিকের প্রধানমন্ত্রীদের মধ্যে সাক্ষাত্ হয়েছে । ওয়েন চিয়া পাও তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেছেন ।

মঙ্গোলিয় প্রধানমন্ত্রী সান্জি বায়ার -এর সঙ্গে সাক্ষাতের পর উভয় পক্ষ বলেছে , আগামী বছর দু'দেশের কূটনৈতিক সম্পর্কের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী । চীন দু'দেশের সম্পর্ক আরো সম্প্রসারিত করতে ইচ্ছুক ।

নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচন্দের সঙ্গে বৈঠকে ওয়েন চিয়া পাও বলেন , চীন নেপালের স্ব-নির্বাচিত সমাজ ব্যবস্থা ও উন্নয়নের পথের প্রতি মর্যাদা প্রদর্শন করে । নেপালে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনীতির উন্নয়নঅবশ্যই বজায় থাকবে বলে চীন বিশ্বাস করে ।

ডোমিনিকের প্রধানমন্ত্রী রুসেভেল্ট স্কেরিতের সঙ্গে সাক্ষাতে ওয়েন চিয়া পাও বলেন , চীন ডোমিনিকসহ সকল ক্যারিবিয়ান দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেয় এবং এ সব দেশের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বিনিময় আর পারস্পরিক উপকারিতা ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক । (থান ইয়াও খাং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China