পেইচিং অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানে অংশ নেয়া সম্মানিত বিদেশীর অতিথিদের স্বাগত জানানোর উদ্দেশ্যে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ২৪ আগস্ট দুপুরে পেইচিংয়ের তিয়াও ইয়ু থান জাতীয় অতিথি ভবনের ফাং ফেই ইউয়ানে এক মধ্যাহ্ন ভোজ সভার আয়োজন করেছেন।
চীনের সুরেলা লোক সংগীতের তালে তালে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৩৮ জন সম্মানিত অতিথি তিয়াও ইয়ু থান জাতীয় অতিথি ভবনের ফাং ফেই ইউয়ানে এসেছেন। তাঁদের মধ্যে সরকার প্রধান আছেন, আছেন রাজ পরিবারের সদস্যও। তাঁরা আজ রাত জাতীয় স্টেডিয়াম – বার্ড নেস্টে অনুষ্ঠিত পেইচিং অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
মধ্যাহ্ন ভোজ সভায় প্রেসিডেন্ট হু চিন থাও তাঁর ভাষণে বলেন, 'পেইচিং অলিম্পিক গেমস শান্তি, মৈত্রী ও সংহতির অলিম্পিক মর্ম প্রচার করেছে এবং বিশ্বের বিভিন্ন দেশের জনগণের যৌথভাবে অংশ নেয়ায় একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের মহাসম্মিলনে পরিণত হয়েছে। পেইচিং অলিম্পিক গেমসের আয়োজন আরো বলিষ্ঠভাবে চীনের ক্রীড়া ক্ষেত্রের বিকাশ ত্বরান্বিত করবে এবং আরো ব্যাপকভাবে চীন ও আন্তর্জাতিক অলিম্পিক পরিবারের বিনিময় আর সহযোগিতাকে ত্বরান্বিত করবে। এ ছাড়াও আরো গভীরভাবে চীনা জনগণ আর বিভিন্ন দেশের জনগণের পারস্পরিক সমঝোতা ও মৈত্রী ত্বরান্বিত করবে।'
হু চিন থাও বলেন, কয়েক দিন পরই পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমস উদ্বোধন হবে। চীন দুটি অলিম্পিক গেমস একই চমত্কার মান অনুসারে একটি উচ্চ মানের ও বৈশিষ্ট্যময় প্রতিবন্ধী অলিম্পিক গেমস আয়োজনের চেষ্টা চালাবে। চীন অব্যাহতভাবে আন্তর্জাতিক অলিম্পিকের উন্নয়নে অবদান রাখবে। (ইয়ু কুয়াং ইউয়ে) |