পেইচিং সরকারের তথ্য মুখপাত্র লিউ জি ২৩ আগস্ট বলেন, অলিম্পিক গেমস চলাকালে পেইচিংয়ের নাগরিকদের কর্মকান্ডে তিনি খুব সন্তুষ্ট। অন্য মুখপাত্র লি ওয়েইও বলেন, নাগরিকদের সমর্থন অলিম্পিক গেমসের সফলতার একটি গুরুত্বপূর্ণ কারণ।
জানা গেছে, পেইচিং অলিম্পিক গেমস চলাকালে অনেক নাগরিক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সেবা দিয়েছেন। যেমন নিরাপত্তা রক্ষী দল ও স্বেচ্ছাসেবক দলে অনেকে অংশ নিয়েছেন। তা ছাড়া প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য "সবুজ যাত্রার জন্য একদিন কম গাড়ী চালানো"-র কর্মসূচীতে অংশগ্রহণকারী সংস্থার সংখ্যাও শুরুতে গুটিকয়েক থেকে বেড়ে ১ হাজার ৯শোতে দাঁড়িয়েছে এবং এতে প্রতি বছর ২ লাখ করে মানুষ বাড়ছে।
লিউ জি বলেন, অলিম্পিক গেমসের জন্য পেইচিংয়ের নাগরিকদের জীবনধারা ও চিন্তা-ভাবনার পরিবর্তনে এসেছে। ভদ্রতা, নীতির প্রতি আনুগত্য, অংশগ্রহণ এবং একতা ও অবদানের স্বতঃস্ফুর্তভাবে প্রকাশ ঘটেছে। (ওয়াং তান হোং) |