২৩ আগষ্ট পেইচিং পরিবেশ ব্যুরোর উপপ্রধান ও মুখপাত্র তু শাও চুন পেইচিংয়ে বলেছেন , অলিম্পিক গেমসের পরও পেইচিংয়ে পরিবেশ সুরক্ষার ব্যবস্থাগুলো অব্যাহত থাকবে । তিনি আরো জানান , পেইচিং শহরের পরিবেশের উন্নতি তরান্বিত করতে অলিম্পিক গেমস চলাকালে গৃহীত দুষিত পদার্থের নির্গমন কমানোর ব্যবস্থাগুলো বন্ধ হবে না । পেইচিং শহরে যে সব গাড়ির নির্গমণ বেশি সেসব গাড়ির চলাচল বন্ধ এবং প্রকল্প নির্মাণ স্থলগুলোর পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের কাজ জোরদার করা হবে । যে সব শিল্পপ্রতিষ্ঠানের দূষণ সমস্যা বেশি , সেগুলো বন্ধ করা অথবা উত্পাদন কমানোর ব্যবস্থা নেয়া হবে ।
তা ছাড়া পেইচিং পরিবেশ ব্যুরো অলিম্পিক গেমসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিবেশ রক্ষার জন্য নাগরিকদের মধ্যে পরিবেশ স্বেচ্ছাসেবকনির্বাচন করবে এবং শহরবাসীর উত্সাহ বাড়ানোর জন্য পরিবেশ দূষণ সৃষ্টিকারী শিল্পপ্রতিষ্ঠান সম্পর্কে অভিযোগকারীদের পুরস্কার দেয়ার ব্যবস্থা নেবে । |