v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
২৮ বছর পর চীনের ফেসিং নায়ক জোং মান
2008-08-22 21:27:37
    ২৪ বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে চীনের খেলোয়াড় রুয়ান জু জেই চীনের পক্ষে ইতিহাসে ইভেন্টে প্রথম স্বর্ণপদক পেয়েছিলেন। তার ইভেন্টটি ছিল ফেন্সিং ২৪ বছর পর ২০০৮ সালের ১২ আগস্ট পেইচিং অলিম্পিক গেমসের পুরুষ স্যাবের ফেন্সিং এককে ২৪ বছর বয়সী জোং মান নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।

    এটি ১৯৮৪ সালের পর ফেন্সিংয়ে চীনের প্রথম স্বর্ণপদক এবং চীনের পুরুষ ফেন্সিং জাতীয় দলের পক্ষে অলিম্পিক গেমসে প্রথম স্বর্ণপদক।

    জু জেইয়ের পরে জোং মানই চীনের পুরুষ ফেন্সিং ইভেন্টের প্রথম অলিম্পিক সোনাজয়ী। প্রতিযোগিতার পর সংবাদদাতাদেরকে সাক্ষাত্কারে তিনি বলেন, (১)

    আগে আমি সোনা জেতার স্বপ্ন দেখিনি। জিত্ততে পেরে আমি খুব খুশি। এর আগে আমি ভাবিনি যে এতো বড় সাফল্য অর্জন করতে পারবো। আমি শুধু যথাসাধ্য চেষ্টা করেছি। আমি আমার প্রশিক্ষককে ধন্যবাদ জানিয়েছি। সত্যি কথা। তাঁকে অসংখ্য ধন্যবাদ।

    প্রতিযোগিতায় জোং মান ধীরস্থির ছিলেন। আগে তিনি বিখ্যাত কোনো খেলোয়াড় ছিলেন না। সে জন্য কোন চাপও ছিল না তার ওপর। ফলে তিনি নিজের নৈপূণ্য পুরোপুরি প্রদর্শন করতে পেরেছেন। চূড়ান্ত বিচারে তিনি সোনা জিতেছেন। স্বর্ণপদক জয়ের প্রকিয়া সম্পর্কে তিনি বলেছেন, (২)

    আমি যথাসাধ্য চেষ্টা করেছি। আমার ভালো দক্ষতা আছে। চলতি বছর অলিম্পিকের আগে আমি ভালো করেছিলাম। এ ইভেন্টে সব খেলোয়াড়ের সেরা নৈপূণ্য রয়েছে। আমি মনে করি, প্রতিযোগিতার চেয়ে খেলোয়াড়দের সংগ্রামী মানসিকতা আরো বেশি প্রয়োজন।

    পুরুষ স্যারের ফেন্সিং একক ইভেন্টে চীনের ফেন্সাররা তেমন ভালো নন। সে জন্যেই মাত্র ২৪ বছর বয়সী জোং মান এ ইভেন্টে সোনা জেতায় সবাই অবাক হয়েছেন। প্রতিযোগিতার পর জাতীয় ফেন্সিং দলের পুরুষ স্যাবের ইভেন্টের প্রধান প্রশিক্ষক জাং ইয়োং ছুন আনন্দের সঙ্গে বলেছেন, (৩)

    আমি খুব খুশি। সত্যিই খুব আনন্দিত বোধ করছি। আগে আমরা স্বর্ণপদক পাওয়ার চিন্তা করি নি। তবে জোং মানের দক্ষতা ও সংগ্রামী মানসিকতার কারণে স্বর্ণপদক পাওয়ার সম্ভাবনা ছিল।

    চূড়ান্ত প্রতিযোগিতায় জোং মানের প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের নিকোলাস লোপেজ প্রতিযোগিতার পরে বলেছেন, জোং মানের যে দক্ষতা তাতে স্বর্ণপদক জেতা অবিতর্কিত। তিনি বলেন, (৪)

    যদিও আমি ভালো খেলেছি, তবে জোং মান তার চেয়েও ভালো করেছেন। সুতরাং তিনি অলিম্পিক সোনা জিতেছেন।

    এবারের অলিম্পিক গেমসের কয়েক দিনে ফেন্সিংয়ে ভালো না করায় কিছু লোক প্রশিক্ষক লুইগি টারান্টিনোকে সন্দেহ করেছিলেন। তবে জোং মানের সাফল্যে তাঁর প্রশিক্ষণ স্বীকৃতি পেয়েছে। তিনি বলেছেন, (৫)

    প্রথমত শারীরিক দিক থেকে জোং মান ফেন্সিং ইভেন্টের একজন যোগ্য খেলোয়াড়। দ্বিতীয়ত সে খুব চতুর। জোং মানকে প্রশিক্ষণ দেওয়ার সময় সে খুব সহজে বুঝতে পারে। এটি খুব ভালো।

    চীনের জাতীয় ফেন্সিং দলের নেতা ওয়াং চিয়ান মনে করেন, এটি কেবল চীনের ফেন্সারদের সার্বিক দক্ষতার প্রতীক তাই নয়, বরং চীনা খেলোয়াড়দের বহু বছরের নিরলস চেষ্টার ফলাফল।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China