পেইচিং পৌর সরকারের একজন কর্মকর্তা ২২ আগস্ট বলেন, পেইচিং অলিম্পিক গেমসের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের কাজ সুষ্ঠুভাবে চলছে। এখন পর্যন্ত কোন খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হয় নি।
থাং ইয়ু হুয়া
পেইচিং পৌর সরকারের খাদ্য নিরাপত্তা তত্ত্বাবধান ও সমন্বয় কার্যালয়ের মুখপাত্র থাং ইয়ু হুয়া ২২ আগস্ট এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত অলিম্পিক বিষয়ক পেইচিংয়ের খাদ্য নিরাপত্তা তত্ত্বাবধায়ক কর্মীরা অলিম্পিক গ্রাম, সংবাদ মাধ্যম ক্ষেত্র ও বিভিন্ন প্রতিযোগিতায় স্টেডিয়ামে সরবরাহ করা ১৬ লাখ খাবার এবং অলিম্পিক সম্পর্কিত নানা জায়গা থেকে পাঠানো ও গ্রহণ করা খাবারের কাঁচা মালের ৪৮০০ বার পরীক্ষা করেছেন। এখন পর্যন্ত কোন খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়াল খবর পাওয়া যায় নি।
থাং ইয়ু হুয়া বলেন, অলিম্পিক গেমসের জন্য সরবরাহ করা খাদ্য শতভাগ মানদন্ডে পৌঁছেছে। (ইয়ু কুয়াং ইউয়ে) |