v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিক গেমস পেইচিংয়ের প্রতিবন্ধীদের জন্যে মূল্যবান উত্তরাধিকার রেখেছে
2008-08-22 17:53:56
    পেইচিং প্রতিবন্ধী কর্মকমিটির কার্যালয়ের পরিচালক লি ছাই মাও ২২ আগস্ট বলেছেন , পেইচিং অলিম্পিক গেমস পেইচিংয়ের অবাধ স্থাপনা নির্মাণকাজকে সামনে এগিয়ে নিয়ে গেছে এবং পেইচিংয়ের প্রতিবন্ধীদের জন্যে মূল্যবান বস্তুগত ও মানসিক উত্তরাধিকার রেখেছে ।

    এদিন পেইচিংয়ে সংবাদদাতাদের দেয়া এক সাক্ষাত্কারে লি ছাই মাও বলেন , গত দু' এক বছরে পেইচিংয়ের অবাধ স্থাপনাগুলো নির্মাণকাজের দ্রুত উন্নতি হয়েছে । ফলে পেইচিংয়ের সাবওয়ে , বিমানবন্দর ও রেলস্টেশনকে অবাধ করে তোলা সম্ভব হয়েছে । অবাধ স্থাপনাগুলোর নির্মাণকাজ ত্বরান্বিত করার জন্যে পেইচিং এ সম্পর্কিত চীনের প্রথম স্থানীয় আইন চালু করেছে ।

    জানা গেছে , পেইচিংয়ের ২ লাখেরও বেশি প্রতিবন্ধী এবারের অলিম্পিক গেমসের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন । তাদের মধ্যে ৬৩জন প্রতিবন্ধী স্বেচ্ছাসেবকও রয়েছেন । তাছাড়া ৬৮০জন প্রতিবন্ধী শিল্পী প্রতিবন্ধী অলিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং আরো দেড় হাজার প্রতিবন্ধী চলমান অলিম্পিকক উপলক্ষে পেইচিংয়ের বেশ কয়েকটি সাংস্কৃতিক মহাচত্বরে তাদের অনুষ্ঠান পরিবেশন করেন ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China