পিপলস ডেইল পত্রিকার এক খবরে জানা গেছে, অলিম্পিক গেমস আয়োজনের অনুমোদন পাওয়া থেকে এর শুরু হওয়া পর্যন্ত গত ৭ বছরে চীনের বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রণালয় পেইচিং শহর ও সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে ৩১৭ কোটি ইউয়ান ব্যয়ে এক হাজারেরও বেশি প্রকল্পের কাজ শেষ করেছে। এতে অনেক প্রযুক্তির সুষ্ঠু ব্যবহার হয়েছে।
পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে আগের অলিম্পিক গেমসের তুলনায় সবচেয়ে জটিল প্রযুক্তি ব্যবহৃত করা হয়েছে। এতে বিশ্বের শ্রেষ্ঠ নতুন প্রযুক্তি ব্যবহৃত হয়। বার্ড নেস্ট ও ওয়াটার কিউব বিশ্বের শ্রেষ্ঠ সৃষ্টি বলে মনে করা হচ্ছে। অলিম্পিক পার্কসহ ১১টি নতুন নির্মিত অলিম্পিক স্টেডিয়ামের মধ্যে ৭টিই চীনের নিজের নকশার এবং ৪টি যৌথ নকশায় করা হয়েছে। পেইচিং অলিম্পিক গেমস সংক্রান্ত সব প্রকল্প নির্মাণকালে চীনের উদ্যোগেই ডজনটি প্রযুক্তিকে ব্যবহার করা হয়েছে। এ প্রকল্পগুলোতে ব্যবহৃত সব ইসপাত চীনে উত্পাদিত ।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মূল্যায়ণ রিপোর্টে বলা হয়েছে, পেইচিং অলিম্পিক গেমস চীন ও বিশ্বের জন্য অদ্বিতীয় উত্তররাধিকার সম্পদ রেখে যাবে। (ওয়াং তান হোং)
|