v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীন একটি সফল অলিম্পিক গেমস আয়োজনে পুরোপুরি সক্ষমঃ চীনে রুমানিয়ার রাষ্ট্রদূত
2008-08-21 19:42:07

চীন নিজের প্রতিশ্রুতি অনুযায়ী একটি সফল অলিম্পিক গেমস আয়োজন করতে পুরোপুরি সক্ষম । সম্প্রতি চীনে রুমানিয়ার রাষ্ট্রদূত ভাওয়েল ইস্তিছিওয়াইয়া চীন আন্তর্জাতিক বেতারের সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে এ কথা জানিয়েছেন ।

চীনের সঙ্গে রাষ্ট্রদূত ইস্তিছিওয়াইয়ার ঘনিষ্ঠ সম্পর্ক আছে । গত শতাব্দির সত্তরের দশকে চীনা ভাষা শেখার জন্য তিনি উত্তর চীনের মহানগর থিয়ান চিনে আসেন । তার স্ত্রী চীনস্থ প্রাক্তন রুমানিয় রাষ্ট্রদূতের মেয়ে । চীনের সংগে কয়েক প্রজন্মের বন্ধুত্বের কারণে তিনি পেইচিং অলিম্পিক গেমসের ওপর ব্যাপক নজর রাখছেন । তিনি বলেন , এখন পেইচিং আরো উন্মুক্ত ও আধুনিক হয়েছে । বিভিন্ন দেশের সঙ্গে পেইচিংয়ের যোগাযোগ আরো ঘনিষ্ঠ হয়ে উঠেছে । চীনে রুমানিয়ার রাষ্ট্রদূত হিসেবে তিনি গত কয়েক বছরে পেইচিংয়ের অলিম্পিক প্রস্তুতির প্রয়াস উপলব্ধি করেছেন ।

গত দু' তিন বছরে পেইচিংয়ে চার ও পাঁচ তারা মানের হোটেলের সংখ্যা বিপুল পরিমাণে বেড়েছে । পেইচিংয়ে বেশ কিছু সর্বাধুনিক নতুন স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে । যেমন বার্ড নেস্ট । স্থাপত্যশৈলী ও ব্যবহার উপযোগিতার দিক থেকে এর অসাধারণত্ব ইতোমধ্যে প্রমাণ হয়েছে । এতে অলিম্পিক গেমসের জন্য চীনের নিরলস প্রচেষ্টাও প্রতিফলিত হয়েছে ।

রাষ্ট্রদূত ইস্তিছিওয়াইয়া আরো বলেন , চীন সরকার স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামগুলোর নির্মাণকাজের ক্ষেত্রে বড় অংকের অর্থ বরাদ্দ করেছে । অলিম্পিক গেমসে অংশ নেয়ার জন্য চীনা জনগণ যে বিপুল উত্সাহ -উদ্দীপনা দেখা দিয়েছে , তাতে তিনি খুব মুগ্ধ হয়েছেন ।

পেইচিং অলিম্পিক গেমসের প্রস্তুতি নেয়ার জন্য পেইচিংয়ের নাগরিকরা ব্যাপক চেষ্টা চালিয়েছেন । পেইচিংয়ের অলিম্পিক স্বেচ্ছাসেবকরা বিভিন্ন দেশের খেলোয়াড় ও পর্যটকদের জন্য দোভাষী ও পথপ্রদর্শকের কাজ শুরু করে দিয়েছেন । তারা বিদেশী বন্ধু বান্ধবদের জন্য ব্যাপক সেবা দিচ্ছেন । এ ছাড়াও ট্যাক্সিচালক ও ব্যবসায়ী এবং প্রাথমিক স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ পেইচিংয়ের সকল নাগরিক অলিম্পিক গেমসের পরিসেবায় নিয়োজিত আছেন । অলিম্পিক গেমসের প্রতি তাদের রয়েছে ব্যাপক উত্সাহ- উদ্দীপনা ।

অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে রাষ্ট্রদূত ইস্তিছিওয়াইয়া বলেন ,

চীনা জাতির ৫ হাজার বছর পুরনো উজ্জ্বল সংস্কৃতি ও সভ্যতা আছে । এ অলিম্পিক গেমসের মাধ্যমে বিশ্ব জনগণের কাছে তার সুপ্রাচীন ও বৈচিত্র্যপূর্ণ ঐতিহ্য ফুটে উঠবে ।

তিনি বলেন , চীন ও বিদেশের বেশ কিছু চলচ্চিত্র পরিচালক উদ্বোধনী অনুষ্ঠান গ্রন্থনার কাজে নিয়োজিত হয়েছেন । চীনের বিপুল সংখ্যক সংগীত ও নৃত্যনাট্য শিল্পীরা উদ্বোধনী অনুষ্ঠানের অনুশীলনে অংশ নিচ্ছেন । এতে চীনের সংস্কৃতির বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে । রূপকথা অনুযায়ী চীনা জাতির পরিশ্রম ও সংগ্রামী চেতনার প্রতীক ড্রাগন । এ অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অবশ্যই ড্রাগনকেন্দ্রীক সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখা যাবে । এ ছাড়াও চীন ও বিশ্বের বিভিন্ন অঞ্চলের দর্শকরাও চীনের বিভিন্ন অঞ্চলের ভিন্ন আচার ব্যবহার বিশিষ্ট সংগীত ও নৃত্য অনুষ্ঠানও উপভোগ করবেন । উদ্বোধনী অনুষ্ঠানে চীনের বৌদ্ধ ধর্ম , তাও ধর্ম ও কনফুশিয়াস তত্ত্বসহ বিভিন্ন সংখ্যালঘু জাতির সংস্কৃতি ও ঐতিহ্য প্রকাশ পাবে । তিনি বিশ্বাস করেন যে , এতে সারা বিশ্বের দর্শকরা অবশ্যই উত্ফুল্ল হবেন । অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রাচ্যের একটি সুন্দর চিত্রও ফুটিয়ে তোলা হবে ।

রাষ্ট্রদূত ইস্তিছিওয়াইয়া বলেন , তিনিও একজন ক্রীড়া অনুরাগী । নিম্ন মাধ্যমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তিনি সক্রিয়ভাবে ট্র্যাক এন্ড ফিল্ড ক্রীড়া অনুশীলন করেছেন । গত শতাব্দির সত্তরের দশকে যখন তিনি চীনে লেখাপড়া করতেন , তখন তিনি চীনা সহপাঠীদের সঙ্গেও ক্রীড়া অনুশীলনে অংশ নিতেন । পরে বয়স বেড়ে যাওয়ার কারণে ট্র্যাক এন্ড ফিল্ড ছেড়ে দেন । কিন্তু তিনি সব সময় টেবিল টেনিস খেলে আসছেন । বিশ্ব টেবিল টেনিস মহলে চীনের খেলোয়াড়রা যে কৃতিত্ব দেখিয়েছেন এবং অসাধারণ সাফল্য অর্জন করেছেন , তিনি তার ভূয়সী প্রশংসা করেছেন ।

টেবিল টেনিস খেলার জন্য সূক্ষ্ম ও সেরা নেপুণ্যের প্রয়োজন । খেলার সময় খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতা খুব প্রবল । তা দর্শকদের মন খুব আকর্ষণ করে । রুমানিয়ার অল্পবয়সী টেবিল টেনিস খেলোয়াড়রা অধ্যবসায়ের সঙ্গে চর্চা করছেন , যাতে তারা অলিম্পিক গেমসের টেবিল টেনিস প্রতিয়োগিতায় শ্রেষ্ঠ নৈপুণ্য দেখাতে পারেন । তিনি স্বদেশের এ সব কৃতী ও অধ্যবসায়ী খেলোয়াড়দেরকে খুব পছন্দ করেন । তারা প্রতিযোগিতায় ভালো ফলাফল করবেন বলে তিনি আশা করছেন ।

টেবিল টেনিস ছাড়া জিমন্যাস্টিকস্ও চীনের একটি শক্তিশালী ইভেন্ট । রাষ্ট্রদূত ইস্তিছিওয়াইয়া চীনের নারী জিমন্যাস্ট ছেং ফির ওপর ব্যাপক নজর রাখছেন । চার বছর আগে এথেন্স অলিম্পিক গেমসে যদিও ফেং ফি রুমানিয় জিমন্যাস্টের কাছে হেরে গিয়েছিলেন । কিন্তু তিনি চীনের এ কৃতী জিমন্যাস্টের সেরা দক্ষতার বিশেষ প্রশংসা করেছেন ।

তখন তিনি মনে করেন যে , ছেং ফি চীনের নারী জিমন্যাস্টদের ভবিষ্যতের প্রতিনিধি । খেলার সময় তিনি যেন জিন্যাস্ট নন , একজন ব্যালে শিল্পী । তার খেলার নৈপুণ্য খুবই চিত্তাকর্ষক । এথেন্স অলিম্পিক গেমসের জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় যদিও তিনি চতুর্থ হয়েছিলেন । কিন্তু প্রতিযোগিতা থেকে তিনি অফুরন্ত ও মূল্যবান অভিজ্ঞতা পেয়েছেন । তার পর একটি এশিয়ান গেমসে তিনি চ্যাম্পিয়ন হন ।

মে মাসে চীন অলিম্পিক গেমসের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল । তখন সিছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প ঘটে । ভূমিকম্পে প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছেন । তখন চীনে করুণ দুঃখ-দুর্দশা বিরাজ নেমে আসে । রুমানিয় সরকার চীনা জনগণের পাশে দাঁড়ায় । রাষ্ট্রদূত ইস্তিছিওয়াইয়া বলেন , ভূমিকম্পের দ্বিতীয় দিন ত্রাণ সামগ্রীবাহী একটি রুমানিয় বিমান সিছুয়ান প্রদেশের রাজধানী ছেংতুতে পৌঁছে । এ ছাড়াও রুমানিয় সরকার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ২ লাখ ইউরো নগদ অর্থও অনুদান দিয়েছে । রাষ্ট্রদূত সংবাদদাতাকে বলেন , ভূমিকম্পের খবরাখবর সংগ্রহ করতে দু'জন রুমানিয় সংবাদদাতা ভূমিকম্প দুর্গত অঞ্চলে গিয়েছিলেন । ওখানে তারা নিজের চোখে চীনের জনগণের দৃঢ়তা ও ঐক্য উপলব্ধি করেছেন । তারা চীনা জাতির শক্তির উত্স দেখাতে পেরেছেন । চীনের পার্টি ও সরকারের নেতৃবৃন্দ ভূমিকম্প প্রতিরোধ এবং উদ্ধার ও ত্রান তত্পরতায় যে প্রচেষ্টা চালিয়েছে , রাষ্ট্রদূত তার খুব প্রশংসা করেছেন । তিনি বিশ্বাস করেন যে , তারা অবশ্যই নানা রকম বাধা-বিঘ্ন কাটিয়ে উঠতে পারবেন এবং সফলভাবে পেইচিং অলিম্পিক গেমস আয়োজন করতে পারবেন ।

তিনি বলেন , ভয়াবহ ভূমিকম্প পেইচিং অলিম্পিক গেমসের জন্য কোন ক্ষতি ডেকে আনে নি । এতে তিনি নিজেদের জন্মভূমি পুনর্গঠনের ক্ষেত্রে ভূমিকম্প দুর্গত এলাকা জনগণের প্রত্যয় অনুভব করেছেন । ৩০ বছরে সংস্কার ও উন্মুক্তকরণের মাধ্যমে চীন আরো শক্তিশালী হয়ে উঠেছে ।

(থান )

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China