v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
অলিম্পিক চলাকালে পেইচিংয়ের পর্যটন ব্যবস্থা সুশৃঙ্খল রয়েছে
2008-08-21 19:28:06
    পেইচিং পর্যটন ব্যুরোর উপ-মহাপরিচালক সিয়াং ইয়ু মেই ২১ আগস্ট পেইচিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, পেইচিং অলিম্পিক গেমস শুরু হওয়ার ১৪ দিনে পেইচিং শহরের পর্যটনের শৃঙ্খলা সুষ্ঠু রয়েছে এবং সাফল্যের সঙ্গে অভ্যর্থনা ও সেবার কাজ সম্পন্ন করেছে।

    সিয়াং ইয়ু মেই বলেন, পেইচিংয়ের তারকা হোটেলগুলো ৭ আগস্ট থেকে অভ্যর্থনার ব্যস্ত সময় পার করছে। পাঁচ তারা হোটেলের ভাড়ার হার প্রায় এখন ৮১ শতাংশ। যা গত বছরের একই সময়ের চেয়ে ১২ থেকে ১৩ শতাংশ বেশি। চার তারা হোটেল এবং তিন তারা হোটেলের ভাড়ার হার গত বছরের তুলনায় কিছুটা কম। এখন পর্যন্ত পেইচিংয়ের হোটেল সেবা সম্পর্কে কোন অভিযোগ পাওয়া যায় নি।

    ৮ থেকে ২০ আগস্ট পর্যন্ত পেইচিংয়ের ১৬৪টি প্রধান পর্যটন স্থানে মোট ৪৮ লাখ পর্যটক ভ্রমণ করেছে। অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী খেলোয়াড় ও কোচদের ভ্রমণের সুবিধার জন্য সংশ্লিষ্ট পর্যটন সংস্থা বিশেষ করে খেলোয়াড়দের জন্য ৩২টি পর্যটন লাইন নির্ধারণ করেছে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China