v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
খেলোয়াড় ও পর্যটকদের জন্য সুষ্ঠু সেবা প্রদান করা হয়েছে
2008-08-21 18:26:20
    ২১ আগস্ট পেইচিংয়ে আন্তর্জাতিক সংবাদ কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পেইচিংয়ের পর্যটন ব্যুরোর উপ-মহাপরিচালক সিং ইয়ু মেই বলেছেন, অলিম্পিক গেমস শুরু হওয়ার পর পেইচিংয়ে পর্যটনের কার্যক্রম স্থিতিশীলভাবে চলছে। বিভিন্ন সেবার কাজ সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে।

    পেইচিংয়ের পর্যটন স্থানের কার্যক্রম সম্পর্কে সিং ইয়ু মেই বলেন, ৮ থেকে ২০ আগস্ট পর্যন্ত পেইচিংয়ে ১৬৪টি প্রধান পর্যটন স্থানে ৪৮ লাখ পর্যটক এসেছেন। নিষিদ্ধ নগরী, গ্রীষ্মকালীন রাজপ্রাসাদ, টেম্পল অব হ্যাভেন এবং পা দা লিং মহাপ্রাচীরসহ পেইচিংয়ের ২১টি প্রধান পর্যটন স্থানে ২০টিরও বেশি দেশের এক হাজার ভি.আই.পি এসেছেন। একই সঙ্গে হোটেলে পর্যটকদের অবস্থানের হার আগের ধারণার চেয়েও বেশি। বর্তমানে সরকারী হোটেলে ৪৫ হাজার পর্যটক অবস্থান করছেন।

    সিং ইয়ু মেন প্রতিবন্দি অলিম্পিক গেমসের প্রস্তুতি কাজ সম্পর্কে বলেছেন, প্রতিবন্দি খেলোয়াড়দের স্বাগত জানানোর জন্য পুরো পেইচিং শহর ও পর্যটন স্থানে অবাধ ব্যবস্থাপনা বসানো হয়েছে। (ওয়াং তান হোং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China