চীনের বিখ্যাত অর্থনীতিবিদ ও পেইচিং অলিম্পিক অর্থনীতি গবেষণা সমিতির কার্য নির্বাহী চেয়ারম্যান ছেন চিয়ান ২১ আগস্ট প্রধান সংবাদ কেন্দ্রে বলেন, অলিম্পিক গেমসের পর পেইচিং-এর অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন অব্যাহত থাকবে।
ছেন চিয়ান জানিয়েছেন, অলিম্পিক গেমসের প্রস্তুতির সময়ে এর কারণে পেইচিং-এর অর্থনীতির বৃদ্ধি ১ শতাংশ বেড়েছে এবং শিল্পের সংস্কারও ত্বরান্বিত হয়েছে। অলিম্পিক গেমসের পর পেইচিং-এর অর্থনীতিতে নতুন সূচক যোগ হবে, যাতে অলিম্পিক গেমসের পর পুঁজিবিনিয়োগ কমে যাওয়ার কারণে অর্থনীতির গতি ব্যাহত না হয়।
তিনি অনুমান করে বলেন, অলিম্পিক গেমসের পর রিয়াল এস্টেট ও স্থাপত্য শিল্পসহ বিভিন্ন শিল্পের সংস্কার হবে। (ওয়াং তান হোং) |