২০ আগস্ট পেইচিং অলিম্পিক গেমসের দ্বাদশ দিনে ১১টি ইভেন্টে প্রতিযোগিতা হচ্ছে। এদিন বিকেল ৫'টা ৫৫ মিনিট পর্যন্ত মোট ৫টি ইভেন্টে স্বর্ণ পদকের প্রতিযোগিতা হয়েছে।
সকালে অনুষ্ঠিত নারীদের ১০ কিলোমিটার ম্যারাথন সাঁতার প্রতিযোগিতায় রাশিয়ার খেলোয়াড় লারিসা ইল ছেনকো চ্যাম্পিয়ন হয়েছেন। এ প্রতিযোগিতা প্রথমবারের মতো অলিম্পিক গেমসে যুক্ত হয়েছে। সুতরাং, লারিসা এ প্রতিযোগিতার প্রথম অলিম্পিক চ্যাম্পিয়ন।
এদিন ছিং তাও-এ অনুষ্ঠিত পেইচিং অলিম্পিক গেমসের নারীদের সেইলিং "আর এস: এক্স" পর্যায়ের প্রতিযোগিতায় এথেন্স অলিম্পিক গেমসের রূপা জেতা চীনা খেলোয়াড় ইন চিয়ান এবারের স্বর্ণ পদক পেয়েছেন। এটি চীনের নারীদের সেইলিং প্রতিযোগিতায় অর্জিত প্রথম স্বর্ণ পদক লাভ।
পেইচিং অলিম্পিক গেমসের পুরুষদের সেইলিং "আর এস: এক্স" পর্যায়ের প্রতিযোগিতায় নিউজিল্যান্ডের খেলোয়াড় টম অ্যাশলি স্বর্ণ পদক পেয়েছেন।
পেইচিং অলিম্পিক গেমসের জলক্রীড়ার ডাবলসের ফাইনালে এথেন্স অলিম্পিক গেমসের ডাবলসের চ্যাম্পিয়ন রাশিয়ার খেলোয়াড় অ্যানাস্তাসিয়া দাভিদোভা ও অ্যানাস্তাসিয়া এর্মাকোভা স্বর্ণ পদক পেয়েছেন। স্পেনের খেলোয়াড় অ্যাড্রে ফুয়েন্টেস্ ও গেম্মা মেংগুয়াল রৌপ্য পদক পেয়েছেন। জাপানের খেলোয়াড় সাহু হারাদা ও এমিকো সুজুকি ব্রোঞ্জ পদক পেয়েছেন।
পেইচিং অলিম্পিক গেমসের পুরুষদের ৬৬ কিলোগ্রামের ফ্রী স্টাইল কুস্তির ফাইনালে তুরস্কের খেলোয়াড় রামাজান সাহিন স্বর্ণ পদক পেয়েছেন। --ওয়াং হাইমান |