v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিক গেমসের ব্যাপারে বিশ্বের জনগণ খুব আগ্রহী
2008-08-20 19:04:31
    আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মুখপাত্র গিসেল দাভিস ২০ আগষ্ট বলেন, এই কমিটির উদ্যোগে বিশ্বে চালানো জনমত সমীক্ষার ফলাফল থেকে দেখা গেছে, অধিকাংশ জনগণ মনে করেন, পেইচিং অলিম্পিক গেমস খুব সফল।

    দাভিস এদিন পেইচিং অলিম্পিক গেমসের প্রধান তথ্য কেন্দ্রে বলেন,

    আমাদের জরীপ অনুযায়ী জনগণ পেইচিং অলিম্পিক গেমসকে স্বীকৃতি দিয়েছেন। অন্যান্য পর্যালোচনা থেকেও পেইচিং অলিম্পিক গেমসের সাফল্য প্রতিফলিত হতে পারে। এসোসিয়েটেড প্রেসের এক জরীপ থেকে জানা গেছে, অধিকাংশ জনগণ মনে করেন, পেইচিংকে অলিম্পিক গেমস আয়োজনের স্বাগতিক দেশ হিসেবে গড়ে তোলা খুব সঠিক একটি বাছাই।

    তাছাড়া, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বাজার উন্নয়ন কর্মকর্তা টিমো লুম্মা এদিন বলেন, বিশ্বের দর্শকরা পেইচিং অলিম্পিক গেমসের ব্যাপারে খুব আগ্রহী। ২০০টিরও বেশি দেশ ও অঞ্চল পেইচিং অলিম্পিক গেমসের প্রচার করেছে। প্রচারের মাত্রা ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য এবং যা এথেন্স অলিম্পিক গেমসের চেয়ে তিন গুণ ও সিডনির চেয়ে চার গুণ বেশি।

    বিভিন্ন জায়গায় পেইচিং অলিম্পিক গেমস প্রচারের সময় ইতিহাসের যে কোন অলিম্পিক গেমসকে ছাড়িয়ে গেছে। এর প্রধান কারণ হচ্ছে প্রচারের তথ্য মাধ্যমের প্ল্যাটফর্ম আগের চেয়ে অনেক বেশি। অন্য দিকে পেইচিং অলিম্পিক গেমসের প্রতি বিশ্বের দর্শকদের আগ্রহ আশাতিরিক্ত। (লিলি)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China