v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিকের পদকের উচ্চ মান নির্ভরযোগ্য
2008-08-20 17:26:24
    অলিম্পিক গেমসের ইতিহাসে এই প্রথম পেইচিং অলম্পিকের পদকের মধ্যে চীনা জেড পাথর জোড়া দেয়া হয়েছে । চীনের বিশেষজ্ঞরা বলেছেন , সবাই মুদ্রার মত পেইচিং অলিম্পিক পদকের উচ্চ মানের ওপর আস্থা রাখতে পারেন ।

    পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটির একজন কর্মকর্তা জানান , পেইচিং অলিম্পিক পদকগুলোর প্রয়োজনীয় সমস্ত ধাতু সহায়তাকারী ব্যবসায়িক প্রতিষ্ঠান – অস্ট্রেলিয়ার বি এইচ পি বিলিটন কোম্পানি সরবরাহ করেছে । এগুলোর মধ্যে ১৩.০৪ কিলোগ্রাম সোনা ও ১.৩৪টন রূপা অস্ট্রেলিয়া থেকে এবং ৬.৯৩টন তামা চিলি থেকে আনা হয় । বিশেষ সংস্থার পরীক্ষা থেকে জানা গেছে , এসব সোনা ও রূপার বিশুদ্ধতা ৯৯.৯ শতাংশে দাঁড়িয়েছে । পদকে খোদাই করা জেড পাথরগুলো চীনের খুন লুন পাহাড় থেকে সংগ্রহ করা হয় ।

    পদকগুলোর গুণগত মান বজায় রাখার জন্যে পেইচিং অলিম্পিক সাংগঠনিক কমিটি সেসব উত্পাদন নিশ্চিত করতে চীনের মুদ্রা উত্পাদন কারখানা বেছে নিয়েছে ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China