পেইচিং অলিম্পিক গেমসে অংশগ্রহণরত ভারতীয় ক্রীড়া প্রতিনিধি দলের নেতা সুরেশ খালমাদি পেইচিং অলিম্পিক গেমস সংশ্লিষ্ট নানা কাজের ভূয়সী প্রশংসা করেছেন।
সুরেশ বলেন, এবারের অলিম্পিক গেমসে চীন চমত্কার সাংগঠনিক সামর্থ্য ও সমন্বয় দক্ষতা প্রদর্শন করছে। তিনি এর ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা করেন, পেইচিং অলিম্পিক গেমসের মাধ্যমে চীন ও ভারতের ঐতিহ্যিক মৈত্রী জোরদার হবে। তিনি বলেন, ২০১০ সালে বৃটিশ কমনওয়েলথ গেমস নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে। ভারত পেইচিং অলিম্পিক গেমসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাফল্যের সঙ্গে বৃটিশ কমনওয়েলথ গেমস আয়োজনের চেষ্টা চালাবে।
ভারতীয় খেলোয়াড়ের অলিম্পিক গেমসের শ্যুটিং-এর স্বর্ণপদক জেতা সম্পর্কে সুরেশ বলেন, ভারতের কোন খেলোয়াড় এবারই প্রথম অলিম্পিক গেমসে ঐতিহাসিক সফলতা পেলেন। এটা ভারতের খেলোয়াড়দের আরো ভালো ফলাফল অর্জনে উত্সাহিত করবে। (ইয়ু কুয়াং ইউয়ে) |