১৮ আগস্ট পেইচিং অলিম্পিক গেমসের দশম দিনে ১৮টি ইভেন্টে প্রতিযোগিতা হবে। এদিন বেলা ৯'টা পর্যন্ত মোট ১১টি ইভেন্টে স্বর্ণ পদকের প্রতিযোগিতা হয়েছে।
নারীদের ট্রাইথলোন প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার খেলোয়াড় স্নোওসিল চ্যাম্পিয়ন হয়েছেন। এ প্রতিযোগিতায় দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে পর্তুগালের খেলোয়াড় ফার্নান্ডিস ভানেসা এবং অস্ট্রেলিয়ার খেলোয়াড় এমা মোফাট।
পুরুষদের ইয়টিং ডাবল রোয়ার ৪৭০ পর্যায়ের প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া দল স্বর্ণ পদক পেয়েছে । রৌপ্য পদক এবং ব্রোঞ্জ পদক পেয়েছে ব্রিটেন ও ফ্রান্স।
নারীদের ইয়টিং ডাবল রোয়ার ৪৭০ পর্যায়ের প্রতিযোগিতায় পুনরায় অস্ট্রেলিয়া দল স্বর্ণ পদক পেয়েছে । রৌপ্য পদক এবং ব্রোঞ্জ পদক পেয়েছে নেদারল্যান্ডস ও ব্রাজিল।
নারীদের সাইকেল প্রতিযোগিতায় নেদারল্যান্ডসের খেলোয়াড় মারিয়ানে ভোস চ্যাম্পিয়ন হয়েছেন এ প্রতিযোগিতায় দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে কিউবার খেলোয়াড় ইওয়ানকা গোনজালেজ স্পেনের খেলোয়াড় লেয়ার ওলাবেরিয়া।
পুরুষদের ইয়াটিং ডাবল রোয়ার প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া দল স্বর্ণ পদক পেয়েছে । রৌপ্য পদক এবং প্রঞ্জ পদক-বিজয়ী পৃথক পৃথকভাবে ব্রিটেন ও ফ্রান্স দল। চীনের জিমন্যাস্ট ছেন ই পিং ১৮ আগস্ট পেইচিং অলিম্পিক গেমসের পুরুষদের রিংয়ে সোনা জিতেছেন । চীনের অন্য একজন জিমন্যাস্ট ইয়াং ওই রৌপপদক জয় করেছেন । ইউকরেনের আলেকজান্ডার ভোরোবিয়োভ ব্রোঞ্জপদক পেয়েছেন।
জিমন্যাস্টিক্স নারীদের আনইভেনের ফাইনালে চীনের খেলোয়াড় হো কে সিন স্বর্ণ পদক জয় করেছেন। ছেন ই পিংয়ের এ সোনা এবারের গেমসে চীনের জিমন্যাস্টিকস দলের ষষ্ঠ সোনা । এটি ছিল এ পর্যন্ত চীনা প্রতিনিধিদলের পাওয়া ৩৭টি স্বর্ণপদক ।
পুরুষদের ৪ হাজার মিটার সাইকেল দলগত খেলায় ব্রিটিশ দল শিরোপা লাভ করে ।
পুরুষদের ভলটিং হর্সে পোল্যান্ডের খেলোয়ার সোনো জিতেছেন ।
মেয়েদের ডিসকাস থ্রোতে মার্কিন খেলোয়াড় সোনা জিতেছেন ।
মেয়েদের ট্রামপোলিনে চীনের খেলোয়ার হো ওয়েন না সোনা জিতেছেন ।
পুরুষের টেবিল টেনিস দলগত খেলায় চীন সোনা জিতেছে। |