আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জ্যাক রগে সম্প্রতি ফ্রান্সের লা ইকুইপ পত্রিকাকে দেয়া এক সাক্ষাত্কারে অলিম্পিক গেমসের রীয়্যার সার্ভিস ও সংবাদ মাধ্যমের পরিসেবা দেয়াসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের প্রয়াসের প্রশংসা করেছেন। তিনি মনে করেন, পেইচিং অলিম্পিক গেমসের প্রথম সপ্তাহের সাংগঠনিক কাজ চমত্কার।
রগে বলেছেন, পেইচিং অলিম্পিক গেমস সুষ্ঠুভাবে চলছে। অলিম্পিক গ্রাম খুব সুন্দর। প্রতিযোগিতার প্রচারের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এসব ক্ষেত্রে পেইচিং আগের কিছু অলিম্পিক গেমস আয়োজিত নগরকে ছাড়িয়েছে। যেমন আটলানটা ও সিডনি।
তিনি আরো বলেছেন, পরিবেশ নির্মল রাখার ক্ষেত্রে চীন বেশ কিছু জরুরী ব্যবস্থা নিয়েছে। যাতে খেলোয়াড়রা আরামের সঙ্গে প্রতিযোগিতায় যোগ দিতে পারেন। তিনি বলেছেন, এ পর্যন্ত বেশির ভাগ সংবাদ মাধ্যম চীনের সাংগঠনিক কাজে সন্তোষ প্রকাশ করেছে।(লিলু) |