ব্যাডমিন্টন এককের চ্যাম্পিয়ন চীনের খেলোয়াড় চাং নিং (মাঝখানে)
১৬ আগস্ট পেইচিং অলিম্পিক গেমসের অষ্টম দিন। ২৯টি স্বর্ণপদকের লড়াই শুরু হয়েছে এদিন। পেইচিং সময় বিকাল ছয়টা পর্যন্ত ১৭টি স্বর্ণপদকের নিষ্পত্তি হয়েছে।
নারীদের ২০০ মিটার ব্যাক স্ট্রোকে জিম্বাবুয়ের সাঁতারু ক্রিস্টি কোভেনট্রি বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতে নিয়েছেন।
পুরুষদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস তাঁর সপ্তম স্বর্ণপদক জিতে মার্ক স্পিত্জের ৭টি পদক জেতার রেকর্ড ছুয়েছেন।
নারীদের ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে বৃটেনের ১৯ বছর বয়সী খেলোয়াড় রেবেকা অ্যাডলিংটন বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছেন।
পুরুষদের ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় রাশিয়ার বোরচিন ভালেরি স্বর্ণপদক পেয়েছেন।
পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে ব্রাজিলের সিজার সিয়েলো ফিলহো নামী সাতারুদেরকে পেছনে ফেলে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতে নিয়েছেন।
পুরুষদের ২৫ মিটার পিস্তল স্পীড ফাইনালে ইউক্রেনের ওলেকসান্দার পেত্রিভ স্বর্ণপদক জিতেছেন।
নারী ব্যাডমিন্টন এককের ফাইনালে চীনের খেলোয়াড় চাং নিং সতীর্থ শিয়ে শিং ফাংকে হারিয়ে সোনা জিতেছেন। চাং নিং অলিম্পিক ইতিহাসে প্রথম নারী, যিনি পরপর দু'বার ব্যাডমিন্টন এককে চ্যাম্পিয়ন হলেন। (ইয়ু কুয়াং ইউয়ে) |