১৫ আগষ্ট পেইচিং য়ের আবহাওয়া খুব চমত্কার ছিল । পেইচিংয়ের বায়ুর মান " শ্রেষ্ঠ পর্যায়ে" ছিল । ১৬ আগষ্ট পেইচিং য়ের আবহাওয়াও ভাল ছিল ।
এক জরিপের ফলাফল থেকে জানা গেছে , ১৫ আগষ্টের আগে পেইচিংয়ের বায়ুর মান নির্ধারিতমানদন্ডে পৌঁছেছে । এর মধ্যে ৬দিন বায়ুর মান ছিল প্রথম শ্রেণীর আর ৯ দিন বায়ুর মান ছিল ক শ্রেণীর ।
পেইচিং য়ের পরিবেশ রক্ষা ব্যুরোর উপপ্রধান তু শাওচুং বলেন , জুলাই মাস থেকে এ পর্যন্ত পেইচিংয়ের দূষিত পদার্থের নিঃসরণ বিপুল মাত্রায় কমেছে । পেইচিংয়ের বায়ুতে সালফার ডাইঅক্সাইড, নাইদ্রোজেন ডাইঅক্সাইড, কার্বন এবং বস্তুকণার ঘনত্ব যথাক্রমে গত বছরের একইসময়ের তুলনায় ২০ শতাংশ কমেছে । তিনি বলেন , জরিপের ফলাফল থেকে স্পষ্ট , এ পর্যন্ত অলিম্পিক গেমস চলাকালে পেইচিংয়ের বায়ু মানদন্ড বজায় রেখেছে ।--চুং শাওলি |