ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ১৫ আগস্ট পারাগুয়ের রাজধানী আসুনসিয়নে পেইচিং অলিম্পিক গেমসের শ্রেষ্ঠ সাংগঠনিক কাজের প্রশংসা করেছেন। এর পাশাপাশি তিনি বলেন, সবসময় তিনি রাতে অলিম্পিক গেমসের প্রতিযোগিতা সরাসরি দেখেন।
আসুনসিয়নে পারাগুয়ের নতুন প্রেসিডেন্ট ফার্নান্দা লুগোর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকা শ্যাভেজ এক সংবাদ সম্মেলনে বলেন, পেইচিং অলিম্পিক গেমস সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। চীন একবিংশ শতাব্দীর একটি প্রভাবশালী দেশে পরিণত হয়েছে। তিনি বলেন, এবার অলিম্পিক গেমস ইতিহাসের একটি শ্রেষ্ঠ অলিম্পিক গেমস। এ সাফল্য চীন ও চীনের জনগণের।
তিনি আরো বলেন, চীন পেইচিং অলিম্পিক গেমসে কেবল শ্রেষ্ঠ সাংগঠনিক সামর্থ্যেরবহি প্রকাশ ঘটিয়েছে তাই নয়, বরং ক্রীড়া ক্ষেত্রে অর্জিত অগ্রগতিও প্রদর্শন করছে।(লিলু) |