১৬ আগস্ট পেইচিং অলিম্পিক গেমসের অষ্টম দিনে ২৮টি ইভেন্টে প্রতিযোগিতা চলছে। এদিনে পেইচিং অলিম্পিক গেমসের এক দিনে সর্বোচ্চ স্বর্ণ পদকের নিষ্পত্তি হওয়ার কথা।
সকাল ৯'টায় ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পুরুষদের ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতা শুরু হয় । এতে চীনা খেলোয়াড় ওয়াং হাও, ছু ইয়া ফেই এবং তুং চিয়ে মিনের পদক পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সকাল ১০'টা ৩ মিনিট থেকে ওয়াটার কিউবে পর্যায়ক্রমেই নারীদের ২'শ মিটার ব্যাক স্ট্রোক, পুরুষদের ১'শ মিটার বাটার ফ্লাই , নারীদের ৮'শ মিটার ফ্রী -স্টাইল এবং পুরুষদের ৫০'মিটার ফ্রী -স্টাইল সাঁতার ফাইনাল প্রতিযোগিতা শুরু হওয়ার কথা। মার্কিন খেলোয়াড় মাইকেল ফেলপস্ পুরুষদের ১'শ মিটার বাটার ফ্লাই ফাইনালে তার ব্যক্তিগত সপ্তম স্বর্ণ পদক জিততে পাবেন। চীনা খেলোয়াড় লি সুয়ান সুর নারীদের ৮'শ মিটার ফ্রী -স্টাইলে অংশগ্রহণের কথা।
দুপুর ১২'টায় নারীদের ব্যাডমিন্টনের ব্যক্তিগত ফাইনালে দু'জন চীনা খেলোয়াড় সিয়ে সিং ফাং এবং ছাং নিংয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা।
একই সময় পুরুষদের ২৫'মিটার পিস্তল শ্যুটিংয়ে চীনা খেলোয়াড় চাং ফেং হুই এবং লিউ চুং শেংয়ের অংশগ্রহণের কথা। বিকাল ৩'টায় পুরুষদের শ্যুটিংয়ের স্কিট ফাইনালে চীনা খেলোয়াড় ছু রি তুং এবং চিন তি অংশগ্রহণের কথা।
বেলা ১'টায় সেইলিং প্রতিযোগিতায় ফিন ও ইঙ্গলিং ইভেন্টের ২টি স্বর্ণপদক নির্ধারিত হওয়ার কথা।
বিকাল সাড়ে তিনটায় রোয়িং প্রতিযোগিতায় নারীদের একক ডাবল দাঁড়ের ফাইনাল, পুরুষদের একক ডাবল দাঁড়ের ফাইনাল, নারীদের দ্বৈত একক দাঁড়ের ফাইনাল, পুরুষদের দ্বৈত একক দাঁড়ের ফাইনাল, নারীদের দ্বৈত ডাবল দাঁড়ের ফাইনাল, পুরুষদের দ্বৈত ডাবল দাঁড়ের ফাইনাল, পুরুষদের ৪'জনের একক দাঁড়ের ফাইনাল শুরু হয়। চীনা দলের এ কয়েকটি প্রতিযোগিতায় স্বর্ণ পদক পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিকাল ৪'টা ৫০ মিনিটে কুস্তি প্রতিযোগিতায় নারীদের ৪৮ কিলোগ্রামের ফ্রীস্টাইল এবং ৫৫ কিলোগ্রাম ওজন শ্রেণীর ফাইনাল শুরু হওয়ার কথা।
বিকাল ৫'টা ৪০ মিনিটে সাইক্লিং প্রতিযোগিতা শুরু হবে।
সন্ধ্যায় ৭'টায় নারীদের ৭৫ কেজি ওজন শ্রেণীর ভারোত্তোলনের ফাইনাল অনুষ্ঠিত হবে।
সাড়ে ৭'টায় নারীদের ফয়েল দলগত ফাইনাল অনুষ্ঠিত হবে।
রাত ৮'টায় পুরুষদের দ্বৈত টেনিস প্রতিযোগিতার ফাইনাল শুরু হবে।
রাত ৯'টা ১০ মিনিটে নারীদের শট পুট প্রতিযোগিতার ফাইনালে চীনা খেলোয়াড় কুং লি চিয়াও, লি লিং এবং লি মেই চু তিনজনের অংশগ্রহনের কথা ।
রাত সাড়ে ৯'টায় ব্যাডমিন্টনে দ্বৈত প্রতিযোগিতার ফাইনালে চীনা খেলোয়াড় ছাই বিন ও ফু হাই ফেং খেলবেন বিশ্ব চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়ার বিরুদ্ধে।
রাত সাড়ে ১০'টায় পুরুষদের ১'শ মিটার স্প্রিন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
তাছাড়া, সাড়ে ৭'টায় পুরুষদের টেবিল-টেনিস সেমি ফাইনালে চীনা দল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ।
রাত ৮'টায় পুরুষদের বাস্কেট-বল প্রতিযোগিতায় চীনা দল জার্মানির বিরুদ্ধে খেলবে।--ওয়াং হাইমান |