১৫ আগস্ট সন্ধ্যায় চীনের প্রেসিডেন্ট হু চিন থাও এবং তার স্ত্রী লিউ ইয়ুং ছিং যৌথভাবে রাজধানী স্টেডিয়ামে দশ হাজারেরও বেশি দর্শকের সঙ্গে চীন-যুক্তরাষ্ট্র নারীদের ভলিবল প্রতিযোগিতা উপভোগ করেছেন।
চীনা দলের প্রধান প্রশিক্ষক ছেন চুং হে এবং মার্কিন দলের প্রধান প্রশিক্ষক হচ্ছেন লাং পিং। তারা দু'জনই চীনা । সেজন্য এবারের প্রতিযোগিতাকে " হে-পিং যুদ্ধ" বলে মনে করা হয়। শেষ পর্যন্ত চীনা দল ২:৩ সেটে যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেছে।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আজীবন সম্মানসূচনক চেয়্যারমান সামারাঞ্চও এ প্রতিযোগিতা দেখেছেন।--ওয়াং হাইমান
|