আজ ১৫ আগস্ট পেইচিং অলিম্পিক গেমসের সপ্তম দিন। পেইচিং সময় বিকেল সাড়ে ৫টা পযর্ন্ত ১৮টি মধ্যে ৯টি স্বর্ণপদকের নিষ্পত্তি হয়েছে। সাঁতার ইভেন্টে তিনটি বিশ্ব রেকড হয়েছে।
১৫ আগস্ট সকালে নারীদের ২০০ মিটার বেষ্ট-স্ট্রোকে যুক্তরাষ্ট্রের সোনি রেবেকা ২ মিনিট ২০.২২ সেকেন্ট সময় নিয়ে বিশ্ব রেকড গড়ে সোনা জিতেছেন। পুরুষদের ২০০ মিটার ব্যাক স্ট্রোকে যুক্তরাষ্ট্রের রায়ান লোসটে ১ মিনিট ৫৩.৯৪ সেকেন্ট সময় নিয়ে বিশ্ব রেকড গড়ে সোনা জিতেছেন।
যুক্তরাষ্ট্রের মাইকেল ফেলপস পুরুষদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ১ মিনিট ৫৪.২৩ সেকেন্ডে বিশ্ব রেকড গড়ে সোনা জিতেছেন। এ পযর্ন্ত তিনি ছ'টি ইভেন্টে অংশ নিয়ে ছ'টিতেই বিশ্ব রেকড গড়ে সোনা জিতেছেন। জার্মানির ব্রিটা স্টিফেন নারীদের ১০০ মিটার ফ্রি ষ্টাইল সাঁতারে সোনা জিতেছেন। ইউক্রেনের আইভাজিয়ান আর্তুর পুরুষদের শয়নাবস্থায় ৫০ মিটার রাইফোল শ্যুটিংয়ে সোনা জিতেছেন।
যুক্তরাষ্ট্রের নাস্টিয়া লিউকিন নারীদের একক অল-রাউন্ড জিমন্যাষ্টিকসে সোনা জিতেছেন।
নারীদের ৭৫ কেজি ওজন শ্রেণীর ভারোত্তোলনে চীনের চাও লেই বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছেন। স্লোভাকের যমজ বোন পাভল হচস্করনার ও পিটার হচস্করনা কায়াকিংয়ে সোনা জিতেছেন। |