v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
ডোপ কেলেঙ্কারি সম্পর্কে আন্তর্জাতিক শ্যুটিং ফেডারেশনের মন্তব
2008-08-15 19:39:09
১৫ আগস্ট পেইচিং অলিম্পিক গেমসে উত্তর কোরিয়ার পুরুষ শ্যুটার কিম জুং সু ও ভিয়েতনামের নারী জিমন্যাস্ট দো থি গেন থোং ডোপ কেলেঙ্কারিতে ধরা পড়েছে । ফলে কিম জুং সু চলতি অলিম্পিক গেমসের প্রথম খেলোয়াড় যার পদক বাতিল করা হয়েছে । পুরুষদের ৫০ মিটার পিস্তল শ্যুটিংয়ে ব্রোঞ্জপদক বিজয়ী চীনের শ্যুটার থান চুং লিয়াং এখন রৌপ্যপদক পেয়েছেন । এ প্রসংগে আন্তর্জাতিক শ্যুটিং ফেডারেশনের চেয়ারম্যান ওলেগারিও ভেজকুইজ রানা বলেন ,

(রেকর্ডিং১)

সংশোধিত বিশ্ব ডোপ বিরোধী নিয়ম অনুযায়ী যে সব খেলোয়াড় প্রথম বারের মতো ডোপ নেবেন , তাদেরকে দুবছরের জন্য প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হবে । যারা দীর্ঘকাল ধরে ইচ্ছাকৃত বা দলগতভাবে ডোপ নেন , তারা নিষিদ্ধ হবেন ৪ বছরের জন্য । তিনি আরো বলেন ,

(রেকর্ডিং২)

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সংগে সংগে ভিয়েতনামের নারী জিমন্যাস্ট দো থি গেন থোংকেও অলিম্পিক গেমস থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে । (থান ইয়াও খাং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China