v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের সংস্কৃতি দেখানো হয়েছে
2008-08-15 19:12:33
    পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে , ৭ দিন হয়ে গেলো । তার পরও মানুষের মুখে মুখে ফিরছে এ চিত্তাকর্ষক উদ্বোধনী অনুষ্ঠানের কথা । উদ্বোধনী অনুষ্ঠানে চীনা সংস্কৃতির উপাদানগুলো প্রতিটি দর্শকের মনে দীর্ঘস্থায়ী আসন করে গিয়েছে ।

    ৮ আগষ্ট সন্ধ্যায় পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান চোখ ধাঁধানো আতশবাজির মধ্য দিয়ে শুরু হয় । অনুষ্ঠানের শুরুতে প্রাচীন চীনের সময় গণনার যন্ত্র রি কুইয়ের ছায়া জাতীয় স্টেডিয়াম --বার্ড নেস্টের ওপর পড়ে । ২০০৮জন শিল্পী প্রাচীন বাদ্যযন্ত্র ফৌয়ে সুর তোলেন । প্রাচীনকালের সময় গণনা যন্ত্র রি কুই ও প্রাচীন বাদ্যযন্ত্র ফৌ চীনের ঐতিহ্যিক সংস্কৃতির বৈশিষ্ট্য ।

    উদ্বোধনী অনুষ্ঠানে কনফুসিয়াসের ছাত্র চরিত্র রূপ শিল্পীরা উদাত্ত কন্ঠে বাঁশের তৈরী প্রাচীন পুথিপত্র থেকে প্রাচীন কবিতা আবৃত্তি করেছেন। গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের পরিচালক চান ই মৌ বলেন , বিদেশী অতিথিরা চীনে এসে চীনের সংস্কৃতির বৈশিষ্ট্য অনুভব করতে চান , তাই উদ্বোধনী অনুষ্ঠানে আমি চীনের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করেছি । তিনি বলেন , আমরা চীনের ঐতিহ্যিক সংস্কৃতির উপাদানগুলো বিশ্ববাসীকে দেখানোর চেষ্টা করেছি । কারণ সবাই জানেন চীনের পাঁচ হাজার বছরের উজ্জ্বল সংস্কৃতি ও সভ্যতা রয়েছে । এটা ছিল অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান প্রতিপাদ্য ।

    চীনের সংস্কৃতির প্রতীক হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকরা একটি বিশালায়তনের ছবি দেখেছেন । ছবিটি ধীরে ধীরে খোলার সঙ্গে সঙ্গে নৃত্যশিল্পীরা নেচে নেচে তুলি দিয়ে সুন্দর নদনদী ও পাহাড়-পর্বতের ছবি আঁকেন । এ সম্পর্কে চান ই মৌ বলেন , অনুষ্ঠানে প্রাচীন চীনের পোশাক পরা নৃত্য শিল্পীরা নাচতে নাচতে চীনের মনোরম প্রাকৃতিক দৃশ্যের ছবি একেঁছেন , আধুনিক যুগের ছেলেমেয়েরা ছবিতে এক একটি হাসিমুখ তৈরী করেছেন । এছবিতে দশ হাজারেরও বেশি পায়ের পদ চিহ্নও আঁকা হয়েছে । উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকরা দু ঘন্টার মধ্যে প্রাচীন চীনা অক্ষর , পুরাকীর্তি , মৃত্ পাত্র , প্রাচীন চীনের মুদ্রণ কৌশল , পেইচিং অপেরা , প্রাচীন বাদ্যযন্ত্র হু ছেন , প্রাচীন সিল্ক রোড ও বিশ্ব অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার খুনছু অপেরাসহ চীনের উপাদানগুলো নিজের চোখে দেখেছেন এবং চীনা সংস্কৃতির পরিবেশে এ অনুষ্ঠানটি উপভোগ করেছেন ।

    কেনিয়া ব্রডকাস্টিং কোম্পানির মহাপরিচালক ডেভিড ওয়াউইরু উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে বলেছেন , এ অনুষ্ঠান হলো প্রাচীন সংস্কৃতি ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সৃষ্ট একটি চিত্তাকর্ষক অনুষ্ঠান । এ অনুষ্ঠান চিরদিন আমার মনে থাকবে । তিনি বলেন , উদ্বোধনী অনুষ্ঠানটি একটি বিস্ময় । এ অনুষ্ঠানে আমরা চীনা শিল্পীদের সুন্দর পোশাক ও শ্রুতিমধুর সংগীত উপভোগ করেছি । চীন বিশ্বের কাছে তার প্রাচীন ও সমৃদ্ধ সংস্কৃতি প্রদর্শন করেছে ।

    যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিল্প বিভাগের প্রধান গ্রেগোরিমোশের অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগের পর মন্তব্য করেছেন , এ অনুষ্ঠানে চীনের বৈশিষ্ট্যময় সংস্কৃতি ও দীর্ঘ ইতিহাসের একটি সংক্ষিপ্ত চিত্র দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে । তিনি বলেন , অনুষ্ঠানের চীনা উপাদানগুলো সত্যিই প্রশংসাযোগ্য । প্রাচীন বাদ্যযন্ত্র বাজানো , প্রাচীন সিল্ক রোড , অলিম্পিক আন্দোলনের পাঁচটি রিং সবই আমার মনে গভীর ছাপ ফেলেছে । দর্শকরা এ অনুষ্ঠানে চীনের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা পেয়েছেন । তিনি বলেন , চীনের সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমৃদ্ধ এ উদ্বোধনী অনুষ্ঠানের কল্যানে চীন বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি পরিবারে প্রবেশ করেছে।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China