v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
লস অ্যান্ঞ্জলেস অলিম্পিকে চীনের ঐতিহাসিক সাফল্য
2008-08-15 17:12:55

লস অ্যান্জেলেস অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী চীনা প্রতিনিধি দলের খেলোয়াড়ের সংখ্যা ছিল ২২৫জন। তারা ফুটবল, ফিল্ড হকি, মুষ্টিযুদ্ধ, অশ্বারোহন ও মর্ডান পেনটাথেলন (Modern Pentathlon) ছাড়া অন্য ১৬টি ইভেন্টে অংশ নিয়েছিল। চীনের তাইপেই অলিম্পিক কমিটিও ৬৭ জন ক্রীড়াবিদকে নিয়ে গঠিত প্রতিনিধি দল পাঠিয়ে ছিল। তারা ট্র্যাক এন্ড ফিল্ড, সাঁতার ও ভারোত্তলনে অংশ নেয়। এটি হল চীনের দু'তীরের প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ।

লস অ্যান্জেলেস অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ডেভিড সিমন বলেন, চীনা প্রতিনিধি দলকে অলিম্পিক গেমসে অংশ নেয়ার জন্য বিশেষভাবে স্বাগত জানানো হয়ে ছিল। তিনি আরো বলেন, 'চীনের লস অ্যান্জেলেস অলিম্পিক গেমসে অংশ নেয়া ছিল আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তখন উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মার্কিন প্রতিনিধি দল বাদে সবচেয়ে বেশি স্বাগত জানিয়েছিল চীনা প্রতিনিধি দলকে। সবাই চীনা প্রতিনিধি দল অলিম্পিক গেমসে অংশ নেয়ার ঘটনায় আনন্দিত হয়েছিল। কারণ চীনের লোকসংখ্যা বিশ্বের চার ভাগের এক ভাগ।'

চীন লস অ্যান্জেলেস অলিম্পিক গেমসে অংশ নেয়ার ঘটনায় স্থানীয় প্রবাসী চীনা ও চীনা বংশোদ্ভূতরা খুব উদ্বেলিত ছিল। ২৯ জুলাই চীনা ক্রীড়াবিদ স্যু হাই ফেং সেবারের অলিম্পিক গেমসে প্রথম স্বর্ণপদক পান। এটি হল ১৯৩২ সালে অলিম্পিক গেমসে প্রথম অংশ নেয়ার পর চীনের প্রথম স্বর্ণপদক। চীনের তাইওয়ানের চিং ওয়াং এর জন্য আবেগাপ্লুত ছিলেন। তিনি বলেন, 'এটি ছিল অলিম্পিক গেমসে অংশ নেয়ার পর আমাদের প্রথম স্বর্ণপদক। আমি বিশ্বাস করি সবাই চীনাদের আনন্দিত ও গর্বিত হয়েছিল।'

তিনি আরো বলেন, ১৯৮৪ সালে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নারী ভলিবলের ফাইনাল সবার মনে গভীর ছাপ ফেলে। ১৯৮৪ সালের ৭ আগষ্ট নারী ভলিবল ফাইনালে চীন ৩:০ সেটে যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয়। চীন বিশ্বকাপ, বিশ্বচ্যাম্পিয়শীপ ও অলিম্পিক গেমসে একটানা তিনবার চ্যাম্পিয়ন হয়। এ সম্পর্কে চিং ওয়াং বলেন, 'এর আগে আমি শুনেছিলাম চীনা নারী ভলিবল দল অনেক শক্তিশালী। কিন্তু লস অ্যান্জেলেস অলিম্পিক গেমসে প্রথম বারের মত তাঁদের প্রতিযোগিতা দেখি। তখন মার্কিন নারী ভলিবল দলও বেশ শক্তিশালী। সেজন্য দু'দেশের ফাইনাল প্রতিযোগিতা অনেক চিত্তাকর্ষক ছিল। আমি তাইওয়ানে জন্মগ্রহণ করেছি এবং আমার মার্কিন নাগরিকত্ব নেই। কিন্তু আমি একজন চীনা মানুষ হিসেবে চীনকে উত্সাহ দেই।'

মার্কিন ক্রীড়াবিদ পিটার ভিডমার লস অ্যান্জেলেস অলিম্পিক গেমসে দু'টি স্বর্নপদক অর্জন করেন। তিনি বলেন, যদিও মার্কিন জিমন্যাস্টিক্স দল বেশি সফল হয়, তবুও চীনা ক্রীড়াবিদদের চমত্কার ক্রীড়া নৈপুণ্য তাঁর মনে খুব গভীর দাগ কেটেছিল।

'লস অ্যান্জেলেস অলিম্পিক গেমসে চীনা ক্রীড়াবিদদের চমত্কার ক্রীড়া নৈপুণ্য আমি কখনো ভুলবো না। তাঁরা ছিলেন বিশ্বের সবচেয়ে ভাল ক্রীড়াবিদ। আমরা চীনা খেলোয়াড়দের সঙ্গে বন্ধু গড়েতুলি। এখনো আমাদের যোগাযোগ রয়েছে।'

চীন লস অ্যান্জেলেস অলিম্পিক গেমসে ১৫টি স্বর্ণপদক, ৮টি রৌপ্যপদক ও ব্রোন্ঞ্জপদক মিতেছিল। যুক্তরাষ্ট্র, রুমানিয়া ও জার্মানীর পর স্বর্ণপদকের তালিকায় চতুর্থ স্থানে ছিল সেবার চীন।

ছাই ইউয়ে

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China