পেইচিং অলিম্পিক গেমসে চীনের খেলোয়াড়দের কৃতিত্বের ভূয়সী প্রশংসা করেছে বিদেশী সংবাদ মাধ্যমগুলো ।
১৩ আগস্ট সাউথ্ আফ্রিকান ব্রডকাস্টিং কর্পোরেশনের একটি ভাষ্যে বলা হয় , আগের দিন চীনের পুরুষ জিমন্যাস্টিকস্ দল সোনা জেতার পর চীনের নারী জিমন্যাস্টিকস দলও চ্যাম্পিয়ন হয়েছে । চীনের পুরুষ ও নারী জিমন্যাস্টিকস দল আবার ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছে ।
১৩ আগস্ট ফ্রান্সের ক্রীড়া দৈনিক লা'কুইপের প্রতিবেদনে বলা হয় , পেইচিং অলিম্পিক গেমসে দর্শকদের মধ্যে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে এবং তারা সুষ্ঠু শৃংখলাও বজায় রেখেছেন । দর্শকরা সংগ্রামী মানসিকতা ও সেরা নৈপুণ্যের জন্য সকল খেলোয়াড়কে প্রশংসা করছেন ।
১৪ আগস্ট ফিলিপাইনের ম্যানিলা টাইমসের ভাষ্যে বলা হয় , এখন রাজনীতির সঙ্গে অলিম্পিক গেমস জড়িত করার অপপ্রচার ও অপপ্রচেষ্টা ক্রমশ কমে আসছে । এটা অলিম্পিক চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। (থান ইয়াও খাং) |