গত কয়েক দিনে পেইচিং অলিম্পিক গেমসে চীনা খেলোয়াড়দের পদকের সংখ্যা ব্যাপক বেড়েছে । বিদেশে বসবাসকারী চীনা স্বদেশীরা বলেন , চীনা খেলোয়াড়দের সাফল্য ও কৃতী নৈপুণ্যে চীনা তাদের গর্বও বেড়েছে ।
স্পেনের বার্সিলোনা চীনা স্বদেশীয় সমিতির ভাইস চেয়ারম্যান তাই হুয়া তুং বলেন ,
(রেকর্ডিং১)
গত কয়েক দিনে এখানে বসবাসকারী চীনা স্বদেশীরা চীনা খেলোয়াড় ও স্বর্ণ পদক সম্পর্কে বেশ কিছু কথা বলছেন । ইন্টারনেটে এ সম্পর্কেও খবরাখবর প্রচার করা হচ্ছে ।
সিংগাপুরে বহু বছর ধরে বসবাসকারী স্যুই ইউন ছেই পেইচিং অলিম্পিক গেমসের ওপরে ব্যাপক মনোযোগ দিচ্ছেন । তিনি প্রতিদিন অলিম্পিক গেমস সম্পর্কিত টেলিভিশন খবর দেখেন এবং চীনা খেলোয়াড়দের সাফল্যের ওপরে বিশেষ নজর রাখছেন ।
(রেকর্ডিং২)
চীনের খেলোয়াড়রা এত বেশি সেনা জিতেচেন , এতে বিদেশে বসবাসকারী চীনা স্বদেশীয়রা খুব গর্বিত হয়েছেন । এথেন্স অলিম্পিক গেমসের চেয়ে এ অলিম্পিক গেমসে চীনের খেলোয়াড়রা আরো বেশি সোনা জিতবেন বলে তিনি বিশ্বাস করেছেন । (থান ইয়াও খাং) |