১২ আগষ্ট চীনের জাতীয় পর্যটন ব্যুরোর উপপ্রধান ওয়াং চি ফা পেইচিংয়ে বলেছেন , অলিম্পিক গেমসগুলোর নিয়ম অনুসারে গেমসের পর স্বাগতিক শহর ও সহযোগী শহরগুলোতে পর্যটকদের সংখ্যা দ্রুত বাড়বে । পর্যটকদের স্বাগত জানানোর জন্য সংশ্লিষ্ট বিভাগ ব্যবস্থা নিয়েছে । তিনি আরো বলেন , আগষ্ট মাসের প্রথম দিক থেকে অলিম্পিক গেমসের স্বাগতিক শহর পেইচিং ও সহযোগী শহরগুলোতে আসা বিদেশী পর্যটকের সংখ্যা ক্রমেই বাড়ছে ।
গত কয়েক বছরে পর্যটন চীনের জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ শিল্পে পরিণত হয়েছে । দেশের জি ডি পিতে পর্যটন শিল্পের অবদান ৪ শতাংশ ছাড়িয়ে গেছে । একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , গত বছর বিশ্বের বিভিন্ন দেশের মোট ১৩.২ কোটি পর্যটক চীন ভ্রমণ করেছেন । এ দিক দিয়ে এটি বিশ্বে চতুর্থ স্থান। এ বছর ২৯তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস পেইচিংয়ে অনুষ্ঠিত হচ্ছে । বিদেশের অনেক দর্শক চীনে অলিম্পিক গেমসের প্রতিযোগিতা দেখার পাশাপাশি চীন ভ্রমণের পরিকল্পনা করছেন । তাই চীনে আসা বিদেশী পর্যটকের সংখ্যা দ্রুত বাড়ছে ।
১২ আগষ্ট পেইচিংয়ের আন্তর্জাতিক তথ্য কেন্দ্রে অনুষ্ঠিত একটি প্রেস ব্রিফিংয়ে জাতীয় পর্যটন ব্যুরোর উপপ্রধান ওয়াং চি ফা বলেন , পেইচিং অলিম্পিক গেমসের স্বাগতিক শহর পেইচিং ও সহযোগী শহরগুলোর পর্যটন পরিস্থিতি খুব ভালো । তিনি আরো বলেন , অলিম্পিক গেমসের আগে চীনের হোটেলগুলোর রুম রিজার্ভেশনের হার অনেক উচু ছিল । ১ আগষ্ট থেকে অলিম্পিক গেমসের উদ্বোধন পর্যন্ত পেইচিং ও গেমসের সহযোগী শহরগুলোতে পর্যটকের সংখ্যা দ্রুত বেড়েছে । ১১ আগষ্ট পর্যন্ত ছয়টি শহরে বিদেশের মোট১৭৫টি পর্যটক দল এসেছে । প্রতিনিধি দলগুলোতেপর্যটকের সংখ্যা ৬৩৫০জন। ১০ আগষ্ট পেইচিংয়ের ছোট -বড় হোটেলগুলোর ৮১.২ শতাংশ কক্ষে অতিথি এসেছেন ।
ওয়াং চি ফা আরো বলেন , যদিও অলিম্পিক গেমস চলাকালে বিদেশী অতিথির সংখ্যা দ্রুত বাড়ছে , তবে এখনো পর্যটকের সংখ্যা চুড়ান্ত পর্যায়ে পৌঁছে নি । জানা গেছে , পেইচিংয়ে অলিম্পিক গেমস অনুষ্ঠানের কারণে চীনে আসা বিদেশী পর্যটকদের মধ্যে অনেকেই প্রতিযোগিতা দেখার জন্য এসেছেন । জানুয়ারী থেকে জুলাই মাস পর্যন্ত চীনে আসা বিদেশী পর্যটক শুধু বিভিন্ন স্থান ভ্রমণের জন্য এসেছিলেন । তবে আগষ্ট মাসে বেশির ভাগ পর্যটক অলিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান এবং বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা দেখার জন্য চীনে এসেছেন ।
ওয়াং চি ফা উল্লেখ করেন , জাতীয় পর্যটন ব্যুরোর তথ্য অনুযায়ী , অলিম্পিক গেমসের পর স্বাগতিক শহরে পর্যটকের সংখ্যা দ্রুত বাড়বে । বিদেশী পর্যটকদের স্বাগত জানানোর জন্য চীনের পর্যটন বিভাগ নানা ব্যবস্থা নিয়েছে । ওয়াং চি ফা বলেন , আমরা এ বছরকে অলিম্পিক পর্যটন বর্ষ হিসেবে মনে করি । তাই অলিম্পিক গেমসের আগে , চলাকালে এবং অলিম্পিকের পরে পর্যটকদের স্বাগত জানানোর অনেক ব্যবস্থা নেয়া হয়েছে । আমরা বিভিন্ন দর্শনীয় স্থান ও পুরাকীর্তি স্থানের অবকাঠামো ব্যবস্থা ও পরিসেবা ব্যবস্থা আরো উন্নত করার চেষ্টা করার পাশাপাশি নতুন পর্যটন রুট খোলার চেষ্টাও করেছি । আমি বিশ্বাস করি , অলিম্পিক গেমসের পর পর্যটন বিভাগ আরো বেশি অতিথিকে স্বাগত জানাতে পারবে ।
ওয়াং চি ফা বলেন , আমি বিশ্বাস করি , অলিম্পিক গেমসের পর পেইচিংসহ চীনের অনেক শহরের পর্যটন পরিসেবার মান আরো উন্নত হবে , চীনের পর্যটন বাজার আরো মানসম্পন্ন হবে ।
|