পেইচিং অলিম্পিক গেমস ৮ আগস্ট থেকে শুরু হয়েছে। এ গেমসে অংশগ্রহণকারী অনেক খেলোয়াড়ই প্রথমবারের মতো পেইচিংয়ে এসেছেন। তাদের মনে পেইচিং খুব বিষ্ময়ের। কিন্তু কিছু সংবাদদাতা ও ক্রীড়া কর্মকর্তা অনেকবার পেইচিংয়ে এসেছিলেন। পেইচিংয়ের বিশাল পরির্বতন তাদের মনে খুব ছাপ ফেলেছে। তাদের মধ্যে রয়েছে ইয়োশিনোবু ঔকাজৌ নামে একজন জাপানী এবং সিঙ্গাপুরের অলিম্পিক গেমসের প্রতিনিধি দলের নেতা ছেন ইং লিয়াং।
জাপান থেকে আসা ইয়োশিনোবু ঔকাজৌ ১৯৯৮ সালে পেইচিংয়ে এসেছিলেন। তিনি বলেন, গত ১০ বছর ধরে জাপানী সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে পেইচিংয়ে অনেক পরিবর্তন হয়েছে শুনেছেন। এবারের অলিম্পিক গেমসের সুযোগে এসে তিনি অবাক হয়ে গেছেন। তিনি বলেন, গত শতাব্দির ৯০ দশকের শেষ দিকে তিনি পেইচিংয়ে একবার এসেছিলেন। তিনি মনে করেন, পেইচিংয়ে সাইকেলের তুলনায় এখন গাড়ি বেশি। এ হচ্ছে সবচেয়ে বড় পরিবর্তন। এর মধ্য দিয়েই চীনের অর্থনীতির দ্রুত উন্নয়ন তিনি উপলব্ধি করতে পেরেছেন।
নতুন শতাব্দিতে প্রবেশ করার পর থেকে গাড়ির অধিকারী পরিবারের সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু গাড়ি বাড়ার ফলে সৃষ্ট ট্র্যাফিক জ্যাম ও গ্যাস নির্গমনসহ বিভিন্ন সমস্যা নগর উন্নয়নে বড় জটিলতার সৃষ্টি করেছে। পেইচিং অলিম্পিক গেমসের সুযোগে পৌর সরকার যন্দ্র চালিত গাড়ি জোড় ও বেজোড় নম্বর নীতি অনুযায়ী একদিন পর পর চালানোর সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করেছে। তাছাড়া জনগণের যাতায়াতের সুবিধার্থে ব্যাপকভাবে শহরে বাসের সংখ্যা বাড়ানো হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি সাবওয়েও চালু হওয়ার পর থেকেই পেইচিংয়ে পরিবহনের অবস্থার উন্নতি হয়েছে।
২০০১ সালে অলিম্পিক গেমস আয়োজনের অনুমোদন পাওয়ার পর থেকে পেইচিংয়ে অনেক প্রতীকিমূলক স্থাপত্য নির্মিত হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় থিয়েটার, রাজধানী বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ভবন, বার্ডনেস্ট এবং ওয়াটার কিউব। ইয়োশিনোবু ঔকাজৌ এ সম্পর্কে বলেন, পেইচিংয়ে আগের স্থাপত্যে কোনো বৈচিত্র ছিল না। এতো কম সময়ে এখানে আন্তর্জাতিক স্থাপত্যে আধুনিক তত্ত্ব গ্রহণ করে যে বৈচিত্র্যময় স্থাপত্যগুলো নির্মাণ হয়েছে, তা পরিকল্পনা করা যায় না। বিশেষ করে প্রধান স্টেডিয়াম বার্ড নেস্ট। তা পেইচিং অলিম্পিক গেমসের প্রতীকমূলক স্থাপত্য হবে।
অলিম্পিক গেমসের সিঙ্গাপুরের প্রতিনিধি দলের নেতা ছেন, ইং লিয়াংও বার্ড নেস্ট সম্পর্কে প্রশংসা করেছেন। ১৯৯০ সালে পেইচিংয়ে অনুষ্ঠিত ১১তম এশীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তিনি দল নেতা হিসেবে একবার এসেছিলেন। তখনকালের প্রধান স্ট্যাডিয়াম শ্রমিক স্টেডিয়ামের এশিয়ায় শ্রেষ্ঠ স্টেডিয়ামের অন্যতম ছিল। কিন্তু বার্ড নেস্ট আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছেছে।
সফল পেইচিং অলিম্পিক গেমসের জন্য স্টেডিয়াম একটি গুরুত্বপূর্ণ অংশ। এ গেমসের অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধি দল বর্তমানে অলিম্পিক গ্রামে থাকেন। অলিম্পিক গ্রামে অনেক স্বেচ্ছাসেবকরা পরিসেবা করছেন। অলিম্পিক গেমসের ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবকদের পরিসেবা ছেন ইং লিয়াংএর মনে গভীর ছাপ ফেলেছে। তিনি বলেন, অলিম্পিক গ্রাম খুব চমত্কার। অনেক পরিস্কার পরিচ্ছন্ন। নীল রঙের কাপড়ে স্বেচ্ছাসেবকরা সবাইকে খুব ভালো পরিসেবা করেছেন। তা আমার মনে খুব ভালো ছাপ ফেলেছে।
চাকরির জন্য ছেন ইং লিয়াং প্রতি বছরে পেইচিংয়ে আসতেন। প্রতিবার কম সময়ের জন্য থাকলেও তিনি পেইচিংয়ের ছোট বা বড় সব পরিবর্তন উপলব্ধি করেছেন। তিনি বলেন, গত শতাব্দির ৯০ দশকে তিনি অনেক জায়গায় গিয়েছেন। সে জায়গাগুলো এখন চেনা যায় না। যেমন, ১৯৯০ সালে তিনি পেইচিং হোটেলে থেকেছিলেন। কিন্তু এটা পুরোটাই পরিবর্তিত হয়েছে। এ সব পরিবর্তন দেখে পেইচিংয়ের দ্রুত উন্নয়ন উপলদ্ধি করতে পেরেছেন।
(ওয়াং তান হোং) |