v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিক গেমসের পঞ্চম দিনে মোট ১৭টি ইভেন্টে প্রতিযোগিতা হবে
2008-08-13 10:39:46

    ১৩ আগস্ট পেইচিং অলিম্পিক গেমসের পঞ্চম দিনে ১৭টি ইভেন্টে প্রতিযোগিতা হবে। ১২ আগস্ট ১৯টি ইভেন্টে প্রতিযোগিতা হয়েছে। গতকাল ৪টি স্বর্ণ পদক পেয়ে এখন চীনা দল মোট ১৩টি স্বর্ণ পদক, ৩টি রৌপ্য পদক এবং ৪টি ব্রঞ্জ পদক পেয়ে এখন পর্যন্ত প্রথম স্থানে রয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া।

    ১৩ আগস্ট চীনা  দলের খেলোয়াড়গণ জিমন্যাস্টিকস , ডাইভিং ,ভারত্তোলন এবং শুটিংসহ প্রতিযোগিতায় পদক পাওয়ার সম্ভাবনা রয়েছে।

    এদিন  নারীদের ২শ' মিটার ফ্রী-স্টাইল সাঁতারে সকল প্রতিযোগিতা দিনের শুরুতেই অনুষ্ঠিত হয়। একই সঙ্গে পুরুষদের ২শ' মিটার বাটার ফ্লাই স্ট্রোক, নারীদের ২শ' মিটার ব্যক্তিগত মিক্স সাঁতার এবং পুরুষদের ৪ গুন ২০০ মিটার ফ্রী-স্টাইল সাঁতার রীলে প্রতিযোগিতা শুরু হবে। এতে বিখ্যাত মার্কিন খেলোয়াড় মাইকেল ফিলপস্  পুরুষদের দু'টি সাঁতার ফাইনালে অংশ নেবেন।

    বেলা সাড়ে ১০'টায় নারীদের দলগত জিমন্যাস্টিকস ফাইনাল শুরু হয়। চীনা দল এ প্রতিযোগিতায় স্বর্ণ পদক অর্জন করতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।

    বেলা সাড়ে ১১'টা এবং দেড়টায় নারীদের এবং পুরুষদের ব্যক্তিগত সাইকেল প্রতিযোগিতা শুরু হবে।

    পুরুষদের ৩ মিটার ডাবল স্প্রিং বোর্ড ডাইভিং  প্রতিযোগিতায় চীনা খেলোয়াড় ছিন খাই এবং ওয়াং ফেং চ্যাম্পিয়ন হতে পারেন।

    নারীদের ২৫ মিটার মুভিং পিস্তল ফাইনালে  চীনা খেলোয়াড় ছেন ইং এবং ফেই ফেং চি অংশ নেবেন।

   নারীদের ভারত্তোলনের ৬৯ কিলোগ্রামের "এ" গ্রুপের ফাইনাল শুরু হবে । চীনা খেলোয়াড় লিউ ছুন হুং এ প্রতিযোগিতার স্বর্ণ পদক পাবে বলে আশা করা যাচ্ছে। পুরুষদের ভারত্তোলনের ৭৭ কিলোগ্রামের ফাইনালে চীনা খেলোয়াড় লি হুং লিও  স্বর্ণ পদক অর্জন করবেন বলে ।

    বিকাল এবং সন্ধ্যায় জুডো, কুস্তি এবং ফেন্সিং প্রতিযোগিতা পৃথক পৃথকভাবে ২টি স্বর্ণ পদক পাওয়ারও সম্ভাবনা রয়েছে ।--ওয়াং হাইমান

 

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China