১২ আগস্ট আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মুখপাত্র গিসেল ডেভিস জানিয়েছেন, এ পর্যন্ত পেইচিং অলিম্পিক গেমসে নিষিদ্ধ উত্তেজক মাদকের দেড় হাজার নমুনা পরীক্ষা কর হয়েছে।
(রি)
আমরা নিষিদ্ধ উত্তেজক মাদকের প্রায় দেড় হাজার পরীক্ষার নমুনা কাজ শেষ করেছি। এর মধ্যে রয়েছে মূত্র পরীক্ষা ও রক্ত পরীক্ষা। সব পরীক্ষার নমুনা প্রতিযোগিতার আগে এবং শুরু হওয়ার পর সংগ্রহ করা হয়। প্রতিযোগিতার প্রথম ৫জন খেলোয়াড়ের নমুনা পরীক্ষা করা হয় দৈবচয়ন পদ্ধতিতে।
তিনি বলেন, একটি 'পরিচ্ছন্ন' অলিম্পিক গেমস বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি এবং অন্যান্য উত্তেজক মাদক বিরোধী সংস্থা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে।
খোং চিয়া চিয়া |