v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে নতুন প্রযুক্তি ব্যবহার
2008-08-12 19:13:03
    ৮ আগষ্ট সন্ধ্যায় ২৯তম অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান গোটা পৃথিবীর দৃষ্টি আকৃষ্ট করেছে । বিশ্বের চার শ কোটি দর্শক টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে এই চিত্তাকর্ষক অনুষ্ঠান উপভোগ করেছেন । উদ্বোধনী অনুষ্ঠানে অনেক নতুন ও উন্নত প্রযুক্তি ব্যবহার করার কারণে অনেক চোখ ধাঁধানো দৃশ্য সৃষ্টি হয়েছে । উদ্বোধনী অনুষ্ঠানে চীনের বিজ্ঞানসম্মত অলিম্পিকের চেতনা প্রতিফলিত হয়েছে ।

    পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে চোখ ধাঁধানো আতশবাজি প্রদর্শন দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে । এতে অনেক নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে । পেইচিং অলিম্পিকের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান পরিচালনা কেন্দ্রের প্রধান ওয়াং নিন বলেন , উদ্বোধনী অনুষ্ঠানে যে ছোট বড় মোট ডজন খানেক নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে , তা' অলিম্পিকের ইতিহাসে বিরল । তিনি বলেন , পেইচিং অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবহৃত নতুন প্রযুক্তি ও সাজসরঞ্জাম ব্যাপক । সরঞ্জামের সংখ্যা আগের অলিম্পিক গেমসগুলোকে ছাড়িয়ে গেছে ।

    জানা গেছে , বর্তমান অলিম্পিকের সরঞ্জামের মোট ওজন দু হাজার টনেরও বেশি । এর মধ্যে রয়েছে বড় আকারের লেড প্রযুক্তির পর্দা , ভ্রাম্যমান মঞ্চ , ভূগর্ভ মঞ্চ ও উঠা-নামার ব্যবস্থা ইত্যাদি । এ সব সরঞ্জামের মধ্যে লেড প্রযুক্তির ব্যবহার উদ্বোধনী অনুষ্ঠানের একটি বৈশিষ্ট্য । এ উন্নত প্রযুক্তির কল্যানে উদ্বোধনীঅনুষ্ঠানে ২০০৮জন শিল্পীর প্রাচীন বাদ্যযন্ত্র ফৌ বাজানোর দৃশ্যগুলোর ডিজিটাল পরিবর্তন সম্ভব হয়েছে । এ সব দৃশ্য স্টেডিয়ামে উপস্থিত দর্শক ও টেলিভিশনের সামনের দর্শককে মুগ্ধ করেছে । অনুষ্ঠানে লেড প্রযুক্তি চালিত মঞ্চ লেজার রশ্মি পরিবর্তনের মাধ্যমে পরিচালক ও প্রযুক্তিবিদরা দর্শকদেরকে একটি মায়াবী জগতে নিয়ে যেতে পেরেছেন।

    এ ছাড়া নতুন প্রযুক্তি ব্যবহারের কারণে উদ্বোধনী অনুষ্ঠানের আতশবাজি আরো সুন্দর হয়েছে । ২৯তম অলিম্পিক গেমসের প্রতীক--উনত্রিশটি পা আকৃতির আতশবাজি পনেরো কিলোমিটার দূরের ইয়োন তিন মেন থেকে প্রতি দু সেকেন্ড পর পর নির্ভুলভাবে হেঁটে হেঁটে জাতীয় স্টেডিয়াম--বার্ড নেস্টে প্রবেশ করে । যখন পায়ের শেষ চিহ্ন স্টেডিয়ানের আকাশে প্রবেশ করে , তখন জাতীয় স্টেডিয়ামের উপরের আকাশে অলিম্পিকের পাঁচটি রিং দেখা যায়। দর্শকরা উঠে দীর্ঘ সময় উল্লাস প্রকাশ করেন , গোটা স্টেডিয়াম আনন্দমুখর হয়ে ওঠে ।

    পেইচিং অলিম্পিক গেমসের আতশবাজির ডিজাইনার ছাই কো ছিয়ান বলেন , নতুন ডিজিটাল প্রযুক্তির কল্যানে উদ্বোধনী অনুষ্ঠানের প্রদর্শনী সফল হয়েছে । তিনি বলেন , আসলে আতশবাজি একটি কড়া নিয়ন্ত্রণ ব্যবস্থা। আতশবাজির সঙ্গে সংগীত , আলোকসজ্জা ও অভিনয় একই মুহুর্তে শুরু হতে হবে । তাই এ অনুষ্ঠানের আতশবাজি উন্নত প্রযুক্তি ব্যবহারের ফল ।

    উদ্বোধনী অনুষ্ঠানে মোট ২০ হাজার শিল্পী অংশ নিয়েছেন । অল্প সময়ের মধ্যে এতো বেশি শিল্পী ও কর্মীদের সুশৃঙ্খল ব্যবস্থাপনা একটি কঠিন ব্যাপার । তাই পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে টেলি যোগাযোগ সরঞ্জাম খুব বেশি ব্যবহৃত হয়েছে।

    ওয়াং নিন আরো বলেন , উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে ব্যবহার করা টেলিযোগাযোগ সরঞ্জামের সংখ্যাও নজিরবিহীন। শিল্পীদের পরিচালনার জন্য ১৪ হাজার হেডফোন ব্যবহার করা হয়েছে ।

    বর্তমানে পেইচিং অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানের প্রস্তুতি চলছে । ২৪ আগষ্ট অনুষ্ঠেয় সমাপনী অনুষ্ঠানে আরো নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে , দর্শকরা এর জন্য প্রতীক্ষায় রয়েছেন ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China