১২ আগস্ট পেইচিং অলিম্পিক গেমসের চতুর্থ দিনে ১৯টি ইভেন্টে প্রতিযোগিতা হবে। ১১ আগস্ট ১৩টি ইভেন্টে প্রতিযোগিতা হয়েছে।
এদিন চীনা দলের খেলোয়াড়গণ জিমন্যাস্টিকস , ভারত্তোলন, শুটিং এবং ডাইভিংসহ প্রতিযোগিতায় পদক পেতে পারে।
এদিন জিমন্যাস্টিকসে পুরুষদের দলগত ইভেন্টের প্রতিযোগিতা দিনের শুরুতেই অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় চীনা দল স্বর্ণ পদক পেয়েছে। সকল ১০'টা ১৫ মিনিট থেকে পুরুষদের ২শ' মিটার ফ্রী-স্টাইল সাঁতার ফাইনাল, নারীদের ১শ' মিটার চিত্ সাঁতার ফাইনাল, পুরুষদের ১শ' মিটার চিত্ সাঁতার ফাইনাল এবং নারীদের ১শ' মিটার বুক সাঁতারের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
দুপুর ১২'টায় পুরুষ ৫০' মিটার পিস্তলের ফাইনাল হবে।
বেলা আড়াইটায় নারীদের ১০'মিটার দ্বৈত প্ল্যাটফর্ম ডাইভিং-এর ফাইনাল হবে। চীনা সাঁতারু ছেন রুও লিন এবং ওয়াং সিন এ প্রতিযোগিতায় পুনরায় স্বর্ণ পদক পাওয়ার চেষ্টা করবেন।
বিকাল ৩'টায় নারীদের ভারত্তোলনের৬৩ কিলোগ্রাম "এ" গ্রুপের ফাইনাল হবে।
বিকাল ৪'টা ৪৫ মিনিটে পুরুষদের ক্যানোইং ফাইনাল এবং সন্ধ্যা ৬'টা ৪৫ মিনিটে নারীদের ৬৯ কিলোগ্রামের জুডো ফাইনাল । দোহা গেমসের চ্যাম্পিয়ন চীনা খেলোয়াড় সু কুয়ান হু এ প্রতিযোগিতার স্বর্ণ পদক পেতে পারেন।
সন্ধ্যা ৭'টায় পুরুষদের ভারত্তোলনের৬৯ কিলোগ্রাম "এ" গ্রুপের ফাইনাল শুরু । চীনা খেলোয়াড় শি চি ইয়ুং এবং লিও হুই এ প্রতিযোগিতার স্বর্ণ পদক পেতে পাবেন। একই সঙ্গে পুরুষদের ৮১ কিলোগ্রামের জুডো ফাইনাল শুরু।
রাত ৮'টা ১০মিনিটে পুরুষদের ফেন্সিং ফাইনাল শুরু হবে।
তাছাড়াও , এদিন সন্ধ্যায় হংকংয়ে অলিম্পিক অশ্বারোহনের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।--ওয়াং হাইমান
|