পেইচিং আন্তর্জাতিক তথ্য কেন্দ্রের আমন্ত্রণে আফ্রিকার ১৬টি দেশের ৫৭জন সাংবাদিক ৫ থেকে ১০ আগষ্ট পর্যন্ত চীনে সংবাদ সংগ্রহ সাক্ষাত্কার গ্রহণ করেছেন।
সাংবাদিক দলটি পেইচিংয়ে অলিম্পিক গেমসের প্রধান তথ্য কেন্দ্র, ২০০৮ সালের পেইচিং আন্তর্জাতিক তথ্য কেন্দ্র এবং অলিম্পিক বন পার্কসহ পেইচিং অলিম্পিক গেমসের গণ-মাধ্যম সেবা স্থাপনা ও দর্শনীয় স্থান পরিদর্শন করেছে। তা ছাড়া, তারা পেইচিংয়ের কয়েকটি প্রযুক্তিগত শিল্পপ্রতিষ্ঠান, পেইচিং ছিয়েন মেন বাণিজ্যিক সড়ক, নিষিদ্ধ নগরী এবং মহাপ্রাচীরসহ বিখ্যাত স্থান পরিদর্শন করেন।
সাংবাদিকরা বলেন, পেইচিং অলিম্পিক গেমস এবং সংস্কার ও উন্মুক্ত নীতি কার্যকরের পর চীনের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজসহ বিভিন্ন ক্ষেত্রের পরিস্থিতি নিয়ে সাক্ষাত্কার নেয়ার মধ্য দিয়ে চীনের প্রতি উপলব্ধি বেড়েছে এবং মৈত্রী গভীরতর হয়েছে।
তা ছাড়া, উন্নয়নশীল দেশগুলোর আরো দু'দলের প্রায় ১৩০ জনেরও বেশি সাংবাদিক পেইচিং অলিম্পিক গেমসের সময় চীনে সাক্ষাত্কার নেবেন এবং সফর করবেন। (লিলি) |