v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
তৃতীয় দিনের প্রতিযোগিতায় পাঁচটি স্বর্ণ পদকের নিষ্পত্তি
2008-08-11 17:01:20
    পেইচিং অলিম্পিক গেমস ১১ আগষ্ট তৃতীয় দিনে প্রবেশ করেছে। পেইচিং সময় বেলা আড়াইটা পর্যন্ত সাঁতার এবং শুটিং এ দুটি ইভেন্টের পাঁচটি স্বর্ণ পদকের নিষ্পত্তি হয়েছে।

    এদিন সকালে মার্কিন দল পেইচিং অলিম্পিক গেমসের সাঁতার প্রতিযোগিতার পুরুষ ৪×১০০মিটার ফ্রী-স্টাইল রিলে সাঁতারের প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণ পদক জিতে নিয়েছে। তারা সময় নিয়েছেন ৩ মিনিট ৮ সেকেন্ড ২৪।

    জাপানের কিতাজিমা কোসুকে পুরুষের একশ মিটার ব্রেস্ট স্ট্রোক সাঁতারে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছেন। তার সময় লেগেছে ৫৮ সেকেন্ড ৯১।

    ভারতের অ্যাথলেট অভিনভ বিন্দ্রা পুরুষের ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ পদক পেয়েছেন। ভারত এই প্রথমবারের মতো অলিম্পিক গেমসে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ পেলো। চীনের অ্যাথলেট চু ছি নান রৌপ্যপদক পান।

    অস্ট্রেলিয়ার অ্যাথলেট ট্রিকেট লিসবেথ মহিলাদের একশ মিটার বাটার ফ্লাই সাঁতারে সোনা মিতেছেন।

    বৃটিশ অ্যাথলেট অ্যাডলিংটোন রেবেকা মহিলাদের চারশ মিটার ফ্রি স্টাইল সাঁতারে স্বর্ণ পদক পেয়েছেন।

    জিম্বাবুয়ের অ্যাথলেট কির্সত্রি কোভেন্ত্রি মহিলাদের একশ মিটার ব্যাকস্ট্রোক সাঁতারে সেমিফাইনালে বিশ্ব রেকর্ড গড়েছেন। তাঁর সময় লেগেছে ৫৮ সেকেন্ড ৭৭।

    তা ছাড়া, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ১১ আগষ্ট জানিয়েছে, স্পেনের সাইক্লিস্ট অ্যাথলেট মোরেনো মারিয়া ইসাবেলকে উত্তেজক মাদক পরীক্ষায় পজিটিভ প্রমানিত হওয়ায় তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। (লিলি)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China