পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ১০ আগস্ট পৃথক পৃথকভাবে বলেন, চীন সুষ্ঠুভাবে এবারের পেইচিং অলিম্পিক গেমসের বিভিন্ন খাতের প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করেছে। এবারের উদ্বোধনী অনুষ্ঠান খুবই উপযুক্ত মানের।
পেইচিং অলিম্পিক গেমসের সংশ্লিষ্ট তত্পরতায় অংশগ্রহণকারী মার্কিন জর্জ ডাব্লিউ বুশ চীনের ভাইস-প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাত্কালে বলেন, " উদ্বোধনী অনুষ্ঠান অপুর্ব, সবকিছুই সুন্দর ছিল।"
লাতভিয়ার প্রেসিডেন্ট ভাল্ডিস জাট্লাস বলেন, পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান অত্যন্ত সকল হয়েছে, এটি একটি মহাসম্মিলনী। পেইচিং অলিম্পিক গেমস হচ্ছে বিশ্বে চীনের শ্রেষ্ঠ অবদান ।
ইরানের ভাইস প্রেসিডেন্ট এবং জাতীয় ক্রীড়া সংস্থার চেয়ারম্যান মুহাম্মদ আল আবাদি চীন আন্তর্জাতিক বেতারের একজন সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, পেইচিং অলিম্পিক গেমস আয়োজনের বিভিন্ন উদ্যোগ চমত্কার। পেইচিং অলিম্পিক গেমস চিরদিন অলিম্পিকের ইতিহাসগ্রন্থে লিপিবদ্ধ থাকবে।
মন্টি নেগ্রো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ফিলিপ ভুজানোভিক চীন আন্তর্জাতিক বেতারের একজন সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান একটি নতুন পর্যায়ে দাঁড়িয়েছে, তা পরবর্তী অলিম্পিক গেমসের উদ্যোগকারীদের জন্য একটি ভালো মানদন্ড প্রদান করেছে। ইসরাইলের প্রেসিডেন্ট শিমোন পেরেস চীন আন্তর্জাতিক বেতারের একজন সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, পেইচিং অলিম্পিক গেমস সুষ্ঠুভাবে আয়োজনের জন্য চীন ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে। তিনি বলেন , উদ্বোধনী অনুষ্ঠান নিখূঁত বলে মনে হয়েছে। তিনি অলিম্পিক গ্রামের অত্যন্ত আধুনিক ডিজাইনের প্রশংসা করেন এবং সাম্প্রতিক বছরগুলোতে চীন ব্যাপক পরিবর্তন অর্জনের প্রশংসা করেন।
মিয়ানমারের প্রধানমন্ত্রী তেইন সেইন ১০ আগস্ট রেং গুনে ফিরে যাওয়ার পর বলেন, পেইচিং অলিম্পিক গেমস একটি সবচে' সুষ্ঠু আয়োজনের মহাসম্মিলনী।
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই ১০ আগস্ট কাবুলে ফিরে যাওয়ার পর বলেন, পেইচিং অলিম্পিক গেমস একটি সত্যিকারের মহাসম্মিলনী। চীনা জনগণের আতিথেয়তা সবার মনে প্রগাঢ় ছাপ ফেলেছে। --ওয়াং হাইমান
|