১১ আগস্ট পেইচিং অলিম্পিক গেমসের তৃতীয় দিনে মোট ১৩টি স্বর্ণপদকের জন্য প্রতিযোগিতা হবে। ১০ আগস্ট মোট ১৪টি স্বর্ণপদকের জন্য প্রতিযোগিতা হয়েছে।
এদিন চীনা প্রতিনিধি দলের খেলোয়াড়গণ ভারুত্তোলন, শুটিং এবং ডাইভিংসহ প্রতিযোগিতায় পদক পেতে পারে।
১০ আগস্টের প্রতিযোগিতায় মার্কিন সাঁতারু মাইকেল ফেলপস পুরুষের ৪শ' মিটার মিশ্র সাঁতার ফাইনলে চার মিনিট ত.৮৪ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড ছাড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। এটিও এবারের অলিম্পিক গেমসে সৃষ্টি প্রথম বিশ্ব রেকর্ড।
নারীদের ৮ শ' মিটার মিশ্র সাঁতার ফাইনালে অস্ট্রেলিয়ার খেলোয়াড় স্টিফানি রাইসও ৪ মিনিট ২৯.৪৫ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন পেয়েছেন।
সাঁতারে নেদারল্যান্ডস দল ৩ মিনিট ৩৩.৭৬ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়ে প্রথম স্বর্ণপদক পেয়েছে।চীনা দল চতুর্থ হয়েছে।
পুরুষদের ৪'শ মিটার ফ্রী-স্টাইল সাঁতার ফাইনালে দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় পার্ক তাহেওয়ান ৩ মিনিট ৪১.৮৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক পেয়েছেন। এটিও দক্ষিণ কোরিয়ার অলিম্পকি ইতিহাসে সাঁতারে প্রথম স্বর্ণপদক। চীনা সাঁতারু চাং লিন রৌপ্যপদক পেয়েছেন, পুরুষদের সাঁতারে অলিম্পিকের ইতিহাসে এটি চীনের প্রথম পদকলাভ ।
নারীদের ১০ মিটার এয়ার-পিস্তল প্রতিযোগিতায় চীনা খেলোয়াড় কুও ওয়েন চুন ৪৯২.৩ স্কোর করে স্বর্ণ পদক পেয়েছেন। নারীদের ডাবল ৩মিটার প্ল্যাটফর্ম ডাইভিং-এর ফাইনালে চীনা খেলোয়াড় কুও চিং চিং এবং উ মিন সিয়া ৩৪৩.৫০ স্কোর করে স্বর্ণপদক পেয়েছেন। নারীদের জুডোতে ৫২ কিলোগ্রামের ফাইনালে চীনা খেলোয়াড় সিয়ান তুং মেই এবং পুরুষদের ভারত্তোলনের৫৬ কিলোগ্রাম ফাইনালে চীনা তরুন খেলোয়াড় লুং ছিং ছুয়ান স্বর্ণপদক পেয়েছেন। এটি এবারের পেইচিং অলিম্পিক গেমসে চীনা প্রতিনিধি দলের ষষ্ঠ স্বর্ণপদক।
শুটিং পুরুষ ফ্রিসবি প্রতিযোগিতায় চেক প্রজাতন্ত্রের কস্টেলিকি ড্যাভিড ১৪৬ স্কোর করে স্বর্ণ পদক পেয়েছেন। এটি এবারের পেইচিং অলিম্পিক গেমসের শুটিং খাতে চীনের দ্বিতীয় স্বর্ণপদক।
নারী ৫৩ কিলোগ্রাম পর্যায়ের ভারত্তোলনপ্রতিযোগিতায় থাইল্যান্ডের খেলোয়াড় পি. জারোয়েনারাট্টারাকুন স্বর্ণপদক পেয়েছেন।
নারীদের সাইকেল চালনা প্রতিযোগিতায় ব্রিটেনের খেলোয়াড় নিকোল কুকে স্বর্ণ পদক পেয়েছেন।
১০ আগস্ট পেইচিং অলিম্পিক গেমসের শুটিং-এ দক্ষিণ কোরিয়া দল ষষ্ঠবারের মতো নারীদের দলগত স্বর্ণ পদক অর্জন করেছে। চীনা দল রৌপ্য পদক পেয়েছে ।
পুরুষদের জুডো ৬৬ কিলোগ্রাম ফাইনলে এথেন্স অলিম্পিক গেমসের স্বর্ণ পদক জয়ী জাপানী খেলোয়াড় ইউছিশিবা মাসটো এবারও স্বর্ণপদক পেয়েছেন। পুরুষদের এপি প্রতিযোগিতায় ইতালির খেলোয়াড় থাগ্লিয়ারিওল মাত্তেও স্বর্ণ পদক পেয়েছেন।--ওয়াং হাইমান
|